Apan Desh | আপন দেশ

ইসরাইলের হামলায় হামাসের সামরিক গোয়েন্দা প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১৩:৪৯, ২২ মার্চ ২০২৫

আপডেট: ১৪:১৯, ২২ মার্চ ২০২৫

ইসরাইলের হামলায় হামাসের সামরিক গোয়েন্দা প্রধান নিহত

সংগৃহীত ছবি

ইসরাইলের সামরিক হামলায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক গোয়েন্দা প্রধান ওসামা তাবাশ নিহত হয়েছেন। সম্প্রতি এক বিবৃতিতে এ দাবি করেছে ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর রয়টার্সের।

আইডিএফ জানিয়েছে, ২০ মার্চ দক্ষিণ গাজায় আকাশপথে হামলা চালানো হয়েছিল। হামাসের ঘাঁটি লক্ষ্য করে বোমাবর্ষণ করে ইসরাইল। তাতেই তাবাশের মৃত্যু হয়েছে। হামাসের একাধিক সংগঠনের শীর্ষ পদে ছিলেন তিনি। বহু হামলার মূলহোতা বলেও তাকে উল্লেখ করেছে আইডিএফ।

আরও পড়ুন>>>বিরোধী নেতা গ্রেফতার: তুরস্কে তৃতীয় দিনের মতো বিক্ষোভ

ইসরাইলের বিবৃতিতে জানানো হয়েছে, তাবাশ হামাসের নজরদারি ও নিশানা (টার্গেটিং) ইউনিটেরও প্রধান ছিলেন। খান ইউনিস ব্রিগেডের ব্যাটালিয়ন কমান্ডারের দায়িত্ব পালন করেছেন তিনি। স্থলভাগে হামাসের যুদ্ধকৌশল ঠিক করতেন। মূলত দক্ষিণ গাজাতেই তিনি সক্রিয় ছিলেন। তার মৃত্যুকে বড়সড় সাফল্য হিসেবেই দেখছে আইডিএফ। ইসরাইলের এ দাবি সম্বন্ধে এখনো কোনো মন্তব্য করেনি ফিলিস্তিনি গোষ্ঠীটি।

আইডিএফের বিবৃতিতে দাবি, ২০০৫ সালে গাজা উপত্যকার গাশ কাটিফ জংশনে আত্মঘাতী বোমা হামলার মূলহোতা ছিলেন তাবাশ। এছাড়াও বহু হামলা হয়েছে তার ষড়যন্ত্রে। ইসরাইলের সঙ্গে যুদ্ধ চলাকালীন সময়ে হামাসের ক্ষয়ক্ষতি বিবেচনা করে সামরিক শক্তি বৃদ্ধি করে চলছিলেন তিনি। গোয়েন্দা বিভাগেও তাবাশের দক্ষতা ছিল। মূলত, তার দক্ষতাকে কাজে লাগিয়েই কিছু কিছু ক্ষেত্রে আইডিএফের হামলা প্রতিহত করতে সফল হয়েছিল হামাস, দাবি ইসরাইলের। 

তাদের মতে, তাবাশের মৃত্যুর ফলে আগামী দিনে হামাসের বিরুদ্ধে সংগ্রাম আরও সহজ হতে চলেছে। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়