Apan Desh | আপন দেশ

মিশরে দুটি পিকআপ বাসের সংঘর্ষে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ২১:০৮, ২২ মার্চ ২০২৫

মিশরে দুটি পিকআপ বাসের সংঘর্ষে নিহত ৭

ছবি: সংগৃহীত

মিশরে দুটি পিকআপ বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৪ জন।

শুক্রবার (২১ মার্চ) দেশটির আচওয়ান প্রদেশে দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদমাধ্যম।

রাষ্ট্রীয় পত্রিকা আহরাম জানিয়েছে, মিসরের আচওয়ান প্রদেশের ওয়াদি আল আলাকি সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আরওপড়ুন<<>>সাফজয়ী ঋতুপর্ণার বাড়ি নির্মাণে বাধা!

আচওয়ান প্রদেশের নিরাপত্তা বাহিনীর একজন পরিচালক বার্তা সংস্থা শিনহুয়াকে জানিয়েছেন, অতিরিক্ত গতির কারণে গাড়ি দুটির সংঘর্ষ হয়েছে।

সূত্রটি বলছে, দুটি গাড়িতে মিশরীয় ও সুদানের নাগরিকদের বহন করছিল। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত করছে কর্তৃপক্ষ।

প্রতি বছর মিশরে সড়ক দুর্ঘটনায় হাজার হাজার হতাহতের ঘটনা ঘটে। এর বেশিরভাগই ঘটে অতিরিক্ত গতির কারণে। এছাড়া রয়েছে, ট্র্যাফিক আইন না মানা ও সড়কের দুর্বল অবকাঠামো।

সড়ক দুর্ঘটনা কমাতে দেশটি বিগত কয়েক বছরে নতুন নতুন সড়ক অবকাঠামো নির্মাণ, পুরোনো সেতু মেরামত করেছে।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়