
মোরগ।
ভোরবেলা মোরগের ডাক শোনার অভিজ্ঞতা আমাদের সবারই কমবেশি আছে। বিশেষ করে গ্রামাঞ্চলে এটি খুবই স্বাভাবিক ঘটনা। তবে ভারতের কেরালার এক বৃদ্ধের কাছে এ স্বাভাবিক ঘটনাই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আর এতটাই অসহ্য হয়ে ওঠে যে, তিনি মোরগের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে বাধ্য হন।
কেরালার পল্লিকাল গ্রামের বাসিন্দা ৭৫ বছর বয়সী রাধাকৃষ্ণ কুরুপ ভোরবেলা ঠিকমতো ঘুমাতে পারেন না। কারণ প্রতিদিন ভোর ৩টায় তার প্রতিবেশী অনিল কুমারের বাড়ির মোরগ ডাকতে শুরু করে। এতে তার ঘুম ভেঙে যায়। পরবর্তীতে আর ঘুম আসে না। দিনের পর দিন এমন অবস্থা চলতে থাকায় তার শরীর খারাপ হতে শুরু করে। অবশেষে তিনি এ সমস্যার সমাধান চেয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পুলিশ ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নেয়। অভিযোগ পাওয়ার পর অনিল কুমারকে ডেকে পাঠানো হয়। দীর্ঘ আলোচনার পর পুলিশের পক্ষ থেকে সিদ্ধান্ত দেওয়া হয় যে, মোরগটি দূরে কোথাও রেখে দিতে হবে, যেন তার ডাক বৃদ্ধের কানে না পৌঁছায়। প্রতিবেশী অনিল কুমার শেষ পর্যন্ত পুলিশের নির্দেশ মেনে নেন। তার মোরগটি অন্যত্র সরিয়ে নেন।
বিজ্ঞানীদের মতে, মোরগের শরীরে একটি বিশেষ ধরনের জৈবিক ঘড়ি থাকে, যা সার্কাডিয়ান রিদম নামে পরিচিত। সূর্যোদয়ের সময় আলোর পরিবর্তনের কারণে এ জৈবিক ঘড়ি সক্রিয় হয়ে ওঠে। এটি মোরগকে ডাকতে উৎসাহিত করে। এটি তাদের স্বাভাবিক প্রবৃত্তি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।