
ফাইল ছবি
চলতি বছরে অন্তত ১ কোটি ৪০ লাখ শিশু ক্ষুধা ও অপুষ্টির কারণে মৃত্যুর ঝুঁকিতে পড়তে পারে। এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ। মূল আন্তর্জাতিক দাতারা সাহায্যের বাজেট কমিয়ে দেয়ায় এ সংকট সৃষ্টি হতে পারে বলে সংস্থাটি জানিয়েছে।
বুধবার (২৬ মার্চ) ইউনিসেফ এক বিবৃতিতে জানায়, শিশুর বেঁচে থাকা ও সুস্থ বিকাশের জন্য পুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শতাব্দীর শুরু থেকে শিশুদের অপুষ্টি কমানোর ক্ষেত্রে অগ্রগতি হলেও এ অর্জন দ্রুত হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।
ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বলেন, শিশুদের জন্য বিনিয়োগ মানেই সুস্থ পরিবার, সমাজ ও দেশ গঠন করা। যা বিশ্বকে আরও স্থিতিশীল করবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর উপদেষ্টা ইলন মাস্কের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ইউএসএআইডি সংস্থাটিকে ধ্বংস করে দিয়েছে।
একজন বিচারক এ প্রচেষ্টা বন্ধের নির্দেশও দিয়েছিলেন কিন্তু পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন, ইউএসএআইডি তার ৪২ বিলিয়ন ডলারের বাজেট থেকে ৮৩ শতাংশ কর্মসূচি বাতিল করছে।
ব্রিটেনের মতো অন্যান্য প্রধান দাতা দেশগুলো সম্প্রতি প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির পাশাপাশি ঘাটতি নিয়ন্ত্রণের লক্ষ্যে আন্তর্জাতিক সাহায্য কমিয়ে দিয়েছে বা স্থগিত করেছে। কিন্তু রাসেল সতর্ক করে দিয়েছেন, তীব্র অপুষ্টিতে ভুগছে এমন ২ দশমিক ৪ মিলিয়ন শিশু বছরের বাকি সময় ইউনিসেফের ‘ব্যবহারের জন্য প্রস্তুত থেরাপিউটিক খাবার’ থেকে বঞ্চিত হবে।
ক্ষুধার্ত শিশুদের জন্য জরুরি সেবা প্রদানকারী ২ হাজার ৩০০টি কেন্দ্র বন্ধ হয়ে যেতে পারে। ইউনিসেফ-সমর্থিত ২৮ হাজারটি খাদ্য কেন্দ্রও ঝুঁকির মধ্যে রয়েছে।
রাসেল আরও সতর্ক করে বলেছেন, সব মিলিয়ে এ বছর ১ কোটি ৪০ লাখ শিশু পুষ্টি সহায়তা ও পরিষেবায় ব্যাঘাতের সম্মুখীন হতে পারে।
রাসেল বলেছেন, এ তহবিল সংকট এমন এক সময়ে এসেছে যখন শিশুদের জন্য অভূতপূর্ব চাহিদা বেড়েছে। যারা রেকর্ড পরিমাণ স্থানচ্যুতি, নতুন ও দীর্ঘস্থায়ী সংঘাত, রোগের প্রাদুর্ভাব ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক পরিণতির মুখোমুখি হচ্ছে। সূত্র : এএফপি
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।