Apan Desh | আপন দেশ

ইসরায়েলি বাহিনীর গাজা ডিভিশন কমান্ডারের পদত্যাগ 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:১১, ২৭ মার্চ ২০২৫

ইসরায়েলি বাহিনীর গাজা ডিভিশন কমান্ডারের পদত্যাগ 

ছবি: সংগৃহীত

ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের কমান্ডার কর্নেল হাইম কোহেন পদত্যাগ করেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলা প্রতিহত করতে ব্যর্থ হওয়ার দায় নিয়ে পদত্যাগ করেন তিনি।

বৃহস্পতিবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির ও দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধান মেজর জেনারেল ইয়ানিভ আসরকে চিঠি দিয়েছেন হাইম কোহেন। সেখানে তিনি ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার ব্যর্থতার দায় স্বীকার করেছেন।

আরওপড়ুন<<>>‘আ. লীগের আমলে নিপীড়িতদের কাছে চব্বিশ দ্বিতীয় স্বাধীনতা’

চিঠিতে ব্রিগেডের কমান্ডার কর্নেল হাইম কোহেন লিখেছেন, আমি ব্যর্থ। আগেই পদত্যাগ করতে চেয়েছিলেন তিনি।

চিঠিতে আইডিএফ’র সাবেক প্রধান লেফটেন্যান্ট হারজি হালেভির বিরুদ্ধে হাইম কোহেনকে পদোন্নতি না দেয়ার অভিযোগ আনেন তিনি। গত ৫ মার্চ ওমরি মাহিয়াহকে কোহেনের স্থলাভিষিক্ত করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর সকালে রেইমের কাছে অবস্থিত গাজা ডিভিশনের ঘাঁটিতে নিজের ওয়ার কক্ষে অবস্থান করছিলেন কোহেন। ওই দিন নিরিমের কাছে হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন দক্ষিণাঞ্চলীয় ব্রিগেডের কমান্ডার কর্নেল আসাফ হামামি। যুদ্ধে তিনি নিহত হন এবং তার মৃতদেহটি অপহরণ করে গাজায় নিয়ে যাওয়া হয়।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়