Apan Desh | আপন দেশ

থাইল্যান্ড ৯৫ বছরে এমন ভূমিকম্প দেখেনি

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ০৮:৫৫, ২৯ মার্চ ২০২৫

থাইল্যান্ড ৯৫ বছরে এমন ভূমিকম্প দেখেনি

থাইল্যান্ডে ভূমিকম্পে ধসে পড়েছে ৩০ তলা একটি ভবন

থাইল্যান্ডে শুক্রবার (২৮ মার্চ) ৭ দশমিক ৪ থেকে ৭ দশমিক ৭ মাত্রার যে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে, তা গত ৯৫ বছরের মধ্যে এমন ভূমিকম্প দেখেনি দেশটি। এমনটাই জানিয়েছেন থাইল্যান্ডের খনিজ সম্পদ বিভাগের মহাপরিচালক পিচিত সোমবাতম্যাক।

১৯৩০ সালের পর দেশটিতে আঘাত হানা এটিই সবচেয়ে বড় ভূকম্পন। ওই ভূমিকম্পে প্রায় ৫০০ জন প্রাণ হারিয়েছিলেন।

পিচিত সোমবাতম্যাক জানান, রিখটার স্কেলে ৭ দশমিক ৪ থেকে ৭ দশমিক ৭ মাত্রার এ ভূমিকম্প শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের মান্দালয় এলাকার সাগাইং ফল্টে, যা সাগাইং শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার এবং ব্যাংকক থেকে প্রায় ১ হাজার ১০০ কিলোমিটার দূরে। এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।

ভূমিকম্পের ১২ মিনিট পর ৬ দশমিক ৪ মাত্রার একটি আফটারশক অনুভূত হয়। শক্তিশালী এ কম্পন দেশটির উত্তর, উত্তর-পূর্ব, পূর্ব এবং মধ্যাঞ্চলে, এমনকি ব্যাংককেও অনুভূত হয় বলে জানিয়েছেন খনিজ সম্পদ বিভাগের মহাপরিচালক।

আরওপড়ুন<<>>ঈদে ট্রেনের ফিরতি যাত্রা: ৮ এপ্রিলের টিকিট হচ্ছে আজ

শক্তিশালীয় এ ভূমিকম্পের প্রভাব পড়েছে থাইল্যান্ডের বিভিন্ন প্রদেশে। এ অবস্থায় জনগণকে সতর্ক থাকতে এবং যেকোনো পরবর্তী ভূমিকম্প বা আফটারশকের বিষয়ে সরকারি গণমাধ্যমের খবর পর্যবেক্ষণ করার পরামর্শ দিয়েছে থাই কর্তৃপক্ষ।

এদিকে, ব্যাংককে ভূমিকম্পে ভবন ধসের ঘটনায় নিখোঁজ শ্রমিকের সংখ্যা বেড়ে অন্তত ৭০ জন দাঁড়িয়েছে। থাইল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইমার্জেন্সি মেডিসিন বলছে, নির্মাণাধীন ৩০ তলা ভবন ধসের ঘটনায় আগে যেখানে ৪৩ জন নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হচ্ছিল, সেটি আরও বেড়েছে।

ওই ভবনের নিচে চাপা পড়ে নিহতের সংখ্যা এখনো অস্পষ্ট। উদ্ধারকারীরা জীবিতদের সন্ধান চালিয়ে যাওয়ার কারণে ঘটনাস্থলে একটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে। সূত্র: থাই পিবিএস

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়