Apan Desh | আপন দেশ

ইসরায়েলের অর্থমন্ত্রীর পদত্যাগ, ডানপন্থী জোটে উত্তেজনা তীব্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৪, ১ এপ্রিল ২০২৫

ইসরায়েলের অর্থমন্ত্রীর পদত্যাগ, ডানপন্থী জোটে উত্তেজনা তীব্র

বেজালেল স্মোট্রিচ

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পদত্যাগ করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারে জোটগত বিরোধের মধ্যেই সরে দাঁড়ালেন তিনি।

মঙ্গলবার (০১ এপ্রিল) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইসরায়েলি চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৩১ মার্চ) ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। যার ফলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ডানপন্থী জোটের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে।

পদত্যাগের পর স্মোট্রিচ অবশ্য ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে তার আসনে ফিরে আসবেন। সেখানে তিনি তার নেতৃত্বাধীন অতি-ডানপন্থি রিলিজিয়াস জায়োনিজম পার্টির আইন প্রণেতা হিসেবে দায়িত্বপালন করবেন।

আনাদোলু বলছে, নেসেট সদস্য জভি সুক্কোতকে পুনর্বহাল করা নিয়ে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের সঙ্গে বিরোধের মধ্যে অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের এ পদত্যাগপত্র জমা দেয়ার ঘটনা ঘটল।

এক বিবৃতিতে রিলিজিয়াস জায়োনিজম পার্টি ওটজমা ইয়েহুদিত দলের প্রধান বেন-গভিরের বিরুদ্ধে তার, স্মোট্রিচ এবং নেতানিয়াহুর ক্ষমতাসীন লিকুদ দলের মধ্যে করা রাজনৈতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়