Apan Desh | আপন দেশ

মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩২, ৫ এপ্রিল ২০২৫

মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে

ছবি: সংগৃহীত

শতাব্দির ভয়াবহতম ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩ হাজার ৩৫৪ জনে পৌঁছেছে। ধ্বংসস্তূপের নিচে এখনো শত শত মানুষ নিখোঁজ রয়েছে। এমন পরিস্থিতিতে দেশটিকে সহায়তা করতে জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান বিশ্ববাসীকে নতুন করে আহবান জানিয়েছেন।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে মিয়ানমারে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এটি এক শতাব্দিরও বেশি সময়ের মধ্যে দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এতে শত শত বছরের পুরনো গির্জাসহ আধুনিক ভবন ধসে পড়ে।

শনিবার (০৫ এপ্রিল) পর্যন্ত সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রয়াত্ত্ব সংবাদমাধ্যম। এছাড়া আহত হয়েছেন আরও সাড়ে ৪ হাজারের বেশি। এখনো নিখোঁজ আছেন ২ শতাধিক।

আরওপড়ুন<<>>পাপুয়া নিউ গিনিতে ৬.৯ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা

ভূমিকম্পের পর সর্বপ্রথম চীন, রাশিয়া এবং ভারত সেখানে উদ্ধারকারী পাঠায়। পরবর্তীতে বাংলাদেশ থেকে উদ্ধারকারী দল মিয়ানমারে যায়। তারা ভবনের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধার ও তাদের শনাক্ত করার কাজটি করছেন।

পৃথিবীতে কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে উদ্ধার অভিযান ও ত্রাণ সহায়তায়য় যুক্তরাষ্ট্র সাধারণত নেতৃত্ব দিয়ে থাকে। তবে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন দাতব্য সংস্থা ইউএসএইডের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। তা সত্ত্বেও শুক্রবার (০৪ এপ্রিল) পর্যন্ত মিয়ানমারকে ৯ মিলিয়ন ডলার সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।

সঙ্গে তারা জানিয়েছে, বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী উদ্ধার অভিযানে যুক্তরাষ্ট্র নেতৃত্ব দেবে এমন চিন্তা করা অযৌক্তিক। সূত্র: আলজাজিরা

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়