
ছবি: সংগৃহীত
বিশ্বজনমত উপেক্ষা করে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। প্রতিদিন অসংখ্য নারী ও শিশুকে হত্যা করছে ইহুদিবাদিরা। এমন জাতিগত নিধনের প্রতিবাদে ফুসে উঠেছে আন্তর্জাতিক সম্প্রদায়। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মরক্কোয় রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে হাজার হাজার মানুষ।
স্থানীয় সময় রোববার (০৬ এপ্রিল) মরক্কোর রাজধানী রাবাতসহ বিভিন্ন শহরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যা বিগত কয়েক মাসের মধ্যে দেশটিতে সবচেয়ে বড় গণআন্দোলনের রূপ নেয়। খবর আলজাজিরার।
বিক্ষোভকারীরা গাজার মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন এবং যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তাদের মতে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের এ যুদ্ধকে সমর্থন দিয়ে যাচ্ছে। রাবাতের রাস্তায় বিক্ষোভকারীরা ইসরায়েলি পতাকা পদদলিত করেন, হামলায় নিহত হামাস নেতাদের ছবি সম্বলিত ব্যানার বহন করেন এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ছবির সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিযুক্ত পোস্টার প্রদর্শন করেন।
গত মাসে ইসরায়েলের ব্যাপক বিমান ও স্থল হামলার মাধ্যমে গাজায় যুদ্ধবিরতি ভেঙে যায়। এরপর থেকে নতুন করে এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং লাখো মানুষ ঘরছাড়া হয়েছেন। এ আগ্রাসনের কড়া নিন্দা জানিয়েছেন মরক্কোর নাগরিকরা।
২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধের ফলে এখন পর্যন্ত ৫০ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আরও অন্তত ১ লাখ ১৫ হাজার আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অন্যান্য দেশেও একই রকম বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এসব বিক্ষোভে ইসরায়েলি হামলার প্রতিবাদ জানানো ছাড়াও ফিলিস্তিনিদের অধিকার রক্ষার দাবিতে স্লোগান দেয়া হয়।
বিক্ষোভকারীরা ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘গাজা পুনর্গঠনের পরিকল্পনার’, বিরোধিতাও করেন। এ প্রস্তাবকে আরব দেশগুলো ও মানবাধিকার সংগঠনগুলো ‘জাতিগত নির্মূল’ হিসেবে অভিহিত করেছে।
এছাড়া বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের আন্দোলনের ওপর প্রশাসনের দমন-পীড়নেরও নিন্দা জানিয়েছেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।