
অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দুমার কাছে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত একটি ভবনে দাঁড়িয়ে আছেন দুই ফিলিস্তিনি। ছবি: রয়টার্স
ইসরাইল-অধিকৃত পশ্চিম তীরের একটি গ্রামে ঘর বানাতে শুরু করেছে সেখানকার ইসরাইলি বসতি স্থাপনকারীরা।
মাসাফের ইয়াত্তা এলাকার খিরবেট উম আল-খাইর গ্রামে ফিলিস্তিনিদের বাড়িঘরের কাছেই এসব ঘর বানানো হচ্ছে। এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। এসব ঘরের বেশকিছু ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
প্রতিবেদন মতে, এসব ঘরকে বলা হচ্ছে ‘মোবাইল হোমস’। ইসরাইল-অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণ প্রান্তে এসব ঘর বানাতে যন্ত্রাংশ নিয়ে যায় ক্রেন ট্রাক। আর সেখান থেকে মালামাল নামিয়ে দ্রুত বানিয়ে ফেলা হয় ঘর।
বেদুইন অধিকার রক্ষায় কাজ করা আল-বাইদার অর্গানাইজেশন স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, ফিলিস্তিনি বাড়িগুলো থেকে কয়েক মিটার দূরে মোবাইল হোম স্থাপন করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের অনলাইনে পোস্ট করা ছবিতে দেখা গেছে, ক্রেন ট্রাকগুলো এলাকায় কন্টেইনার পরিবহন করছে।
বিবিসির প্রতিবেদন মতে, পাঁচ দশকের বেশি সময় আগে জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর দখল করার পরপরই সেখানে বসতি স্থাপন শুরু করে ইসরাইল। তারপর থেকে ক্ষমতায় আসা প্রতিটা সরকারই সেখানে ক্রমবর্ধমান বসতি সম্প্রসারণের অনুমতি দিয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।