Apan Desh | আপন দেশ

গাজায় ইসরায়েলি আগ্রাসনে আরও ২৪ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৪৬, ৯ এপ্রিল ২০২৫

গাজায় ইসরায়েলি আগ্রাসনে আরও ২৪ ফিলিস্তিনি নিহত

ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘন্টায় দখলদার বাহিনীর বিমান হামলায় আরও ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের ৬ সদস্যও রয়েছেন। 

বুধবার (০৯ এপ্রিল) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা গাজার বিভিন্ন অঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে। এতে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৮০০ জনে।

উত্তর গাজার বেইত লাহিয়ায় একটি বাড়িতে বিমান হামলায় একই পরিবারের ৬ সদস্য নিহত হয়েছেন বলে একটি মেডিকেল সূত্র নিশ্চিত করেছে। এছাড়া, গাজার উত্তর-পশ্চিমাঞ্চলে এক আশ্রয়কেন্দ্রের কাছে বেসামরিকদের লক্ষ্য করে চালানো হামলায় চারজন নিহত হয়েছেন।

পশ্চিম গাজা শহরের এক হামলায় এক সাবেক ফুটবলার নিহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।  

দক্ষিণ-পশ্চিম গাজার তাল আল-হাওয়া এলাকায় কাঠ সংগ্রহ করছিলেন কিছু ফিলিস্তিনি। সেসময় সেখানে চালানো ড্রোন হামলায় আরও দুইজন নিহত হন এবং অনেকে আহত হন।

দক্ষিণ গাজার খান ইউনিস শহরেও ইসরায়েলি বাহিনীর হামলায় একজন নিহত হয়েছেন। একই শহরের আগের এক বিমান হামলায় প্রাণ গেছে আরও তিন ফিলিস্তিনির।

খান ইউনিসের পশ্চিমাঞ্চলের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য ব্যবহৃত তাঁবুগুলোতে চালানো হামলায় তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন এবং আরও ১২ জন আহত হয়েছেন।

গাজার ইউনিভার্সিটি কলেজের কাছে একটি আবাসিক এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণে একজন নিহত হয়েছেন। উপকূলীয় এলাকাগুলোতেও হামলা চালানো হয়েছে, তবে সেখানে হতাহতের বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে গোলাগুলির শব্দ শোনা গেছে।

গত ১৫ মাস ধরে চলা ইসরায়েলি অভিযানের মাঝে, আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল। তবে মার্চের তৃতীয় সপ্তাহ থেকে গাজা থেকে সেনা প্রত্যাহার ইস্যুতে হামাসের সঙ্গে বিরোধের জেরে ফের বিমান হামলা শুরু হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার হামলায় আরও প্রায় ১,৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩,৬০০ জনেরও বেশি।

এ সহিংসতা চলমান যুদ্ধবিরতি চুক্তিকে লঙ্ঘন করেছে। এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, তা এবার কার্যত ধুলিসাৎ হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে গাজায় চলমান আগ্রাসনের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়