
প্রতীকী ছবি
দিল্লিতে লিঙ্গ পরিবর্তনের জন্য চিকিৎসা নিচ্ছিলেন— এমন পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতের রাজধানী দিল্লিতে লিঙ্গ পরিবর্তনের চিকিৎসা নিতে গিয়ে পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (০৯ এপ্রিল) জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। তাদের সবার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও জাল পরিচয়পত্র ব্যবহারের অভিযোগ উঠেছে।
দিল্লির জাহাঙ্গিরপুরী মেট্রো স্টেশনের কাছে গোপন অভিযানে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, তারা সেখানে ভিক্ষা করতেন। সবাই রূপান্তরকামী (ট্রান্সজেন্ডার)। তাদের মধ্যে কারও কারও হরমোনাল থেরাপি চলছিল। কেউ কেউ ইতোমধ্যে লিঙ্গ পরিবর্তনের প্রাথমিক পর্যায়ের সার্জারিও সম্পন্ন করেছেন।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— মো. শাকিদুল (শেরপুর), মো. দুলাল আখতার ওরফে হাজরা বিবি (জামালপুর), মো. আমিরুল ইসলাম ওরফে মোনিকা (ঢাকা), মো. মাহির ওরফে মাহি (টাঙ্গাইল), মো. সাদ্দাম হোসেন ওরফে রুবিনা (দিনাজপুর)।
আরও পড়ুন>>>বাংলাদেশের পণ্য রফতানির ট্রান্সশিপমেন্ট বন্ধ করল ভারত
তারা সবাই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গ হয়ে দিল্লিতে পৌঁছান। দিল্লি পুলিশ জানায়, দালালদের সহায়তায় তারা ভারতে প্রবেশ করে। সেখানে জাল পরিচয়পত্রের মাধ্যমে বাসস্থান ও চিকিৎসা গ্রহণ করছিলেন। এসব জাল আইডি সরবরাহ করতো একটি স্থানীয় চক্র।
দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার অঙ্কিত চৌহান বলেন, এ চক্র শুধু বাংলাদেশিদের ভারতে ঢুকিয়ে জাল কাগজপত্রই দেয় না, চিকিৎসা ও থাকার ব্যবস্থাও করে দেয়। এর বিনিময়ে নেয় মোটা অঙ্কের টাকা।
পুলিশ আরও জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে অনুপ্রবেশ, জাল পরিচয়পত্র ও সন্দেহভাজন যোগাযোগের জন্য তদন্ত শুরু হয়েছে। ভারতে নিষিদ্ধ আইএমও অ্যাপ ব্যবহার করে তারা বাংলাদেশে থাকা নির্দিষ্ট কিছু ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখতেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।