Apan Desh | আপন দেশ

যুদ্ধের পথে হাঁটছে ইরান-যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১৭:৩০, ১০ এপ্রিল ২০২৫

যুদ্ধের পথে হাঁটছে ইরান-যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলি খামিনি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তীব্রতর হচ্ছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, পরমাণু ইস্যুতে দুই দেশ আলোচনা করতে যাচ্ছে। তবে ইরান সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে পরোক্ষ সংলাপে আগ্রহ দেখিয়েছে। এ অবস্থান যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

ইরান যুদ্ধ চায় না। তবে আক্রমণ হলে জবাব দিতে প্রস্তুত—এমন বার্তা স্পষ্ট করেছে তেহরান। অন্যদিকে, যুক্তরাষ্ট্র বলছে, ইরান যদি পরমাণু চুক্তিতে না ফেরে, তাহলে তারা চরম পরিণতির মুখোমুখি হবে।

ইরান বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর একটি। নানা সাম্রাজ্যের আক্রমণেও তারা নিজেদের টিকিয়ে রেখেছে। ইরাকের সঙ্গে আট বছরের যুদ্ধেও তারা পরাজিত হয়নি। ইরানের শক্তি শুধু সেনাবাহিনীতে নয়, বরং শৃঙ্খলিত সরকারব্যবস্থা ও জাতীয় ঐক্যেও নিহিত।

ইরান দাবি করে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ পশ্চিমা বিশ্ব মনে করে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে।

যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে বলছে, ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেয়া হবে না। ২০১৫ সালের চুক্তি (জেসিপিওএ) থেকে ট্রাম্প প্রশাসন ২০১৮ সালে সরে যায়। এরপর থেকেই ইরান আবার পরমাণু কর্মসূচি জোরদার করে। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সতর্ক করেছেন, প্রতিবেশী দেশগুলো যদি মার্কিন অভিযানে সহায়তা করে, তবে তাদের জন্য ফল হবে ভয়াবহ। এ ধরনের হুমকি গোটা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

যুক্তরাষ্ট্র চায় নতুন চুক্তি করতে। ইরান বলছে, হুমকি নয়, চাই সম্মানজনক আলোচনা। তারা ওমানের মাধ্যমে পরোক্ষ সংলাপের পথ খোলা রেখেছে। ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা যুদ্ধ চায় না, তবে জাতীয় স্বার্থ রক্ষায় কোনো আপস করবে না।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়