Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২২, ১২ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৩

ছবি : সংগৃহীত

একদিন আগেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হাডসন নদীর ওপর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩ শিশুসহ অন্তত ৬ জন নিহত হয়েছিল। ২৪ ঘন্টা পেরুতে না পেরুতে দেশটিতে আবার বিমান দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এবার একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। 

দুর্ঘটনার পর ঘটনাস্থ থেকে উদ্ধারকারীরা তিনজনের মরদেহ উদ্ধার করেছে। আহতাবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এনবিসি নিউজের। স্থানীয় সময় শুক্রবার (১১ এপ্রিল) সকালে ফ্লোরিডার বোকা রাটন বিমানবন্দরের কাছে এই ঘটনা ঘটে। তবে বিমানটিকে ঠিক কতজন ছিলেন তা জানা যায়নি।

বোকা র‍্যাটন ফায়ার রেসকিউ সহকারী প্রধান মাইকেল লাসাল এক সংবাদ সম্মেলনে বলেন, ধ্বংসপ্রাপ্ত বিমানের বাইরে আছড়ে পড়া একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তার প্রাণহানির আশঙ্কা নেই। চিকিৎসকরা বলেছেন, আহতের অবস্থা স্থিতিশীল।

পরিস্থিতি সম্পর্কে অবগত একটি সূত্র এনবিসি নিউজকে জানিয়েছে, দুর্ঘটনার কিছুক্ষণ আগে বিমানের পাইলট রাডারের সমস্যার কথা জানিয়েছিলেন। সেসনা ৩১০ বিমানটি স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে বিধ্বস্ত হয়। এটি বোকা র‍্যাটন বিমানবন্দর ত্যাগ থেকে টালাহাসি আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল।

ফ্রেশম্যান ফ্লাইট স্কুলের ছাত্র জ্যারেড স্কারপাটো বলেন, তিনি তার প্রশিক্ষকের সঙ্গে বাইরে গিয়ে দেখেন বিমানটি খুব দ্রুত এবং খুব নিচ দিয়ে উড়ছে।

এনবিসি সাউথ ফ্লোরিডার খবরে বলা হয়েছে, বোকা র‍্যাটনের বিমানবন্দরের দিকে ফিরে যাওয়ার চেষ্টা করে বিমানটি। এর আগে বিমানটি বাতাসে দুলছিল। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা বিমানটি নিচুতে উড়তে দেখেছেন এবং কাঁপছিল।

প্রসঙ্গত, মাত্র এক দিন আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাডসন নদীতে পর্যটকদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ এপ্রিল) সাংবাদিকদের বলেন, পরিবারের পাঁচ সদস্য স্পেনের এবং ষষ্ঠজন পাইলট ছিলেন। নদীতে পড়ার পরও হেলিকপ্টারটির ভেতরেই সবাই ছিলেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়