Apan Desh | আপন দেশ

গাজা যুদ্ধের শেষ চান ইসরাইলি সেনারাও, সই করলেন চিঠিতে

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১৫:৪৬, ১২ এপ্রিল ২০২৫

গাজা যুদ্ধের শেষ চান ইসরাইলি সেনারাও, সই করলেন চিঠিতে

গাজা যুদ্ধ শেষ করতে নতুন পিটিশনে স্বাক্ষর করেন শত শত ইসরাইলি সেনা। ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধ শেষ করতে ও বন্দি বিনিময় চুক্তি করতে একটি নতুন পিটিশনে স্বাক্ষর করেছেন ইসরাইলি সেনারা। শুক্রবার (১১ এপ্রিল) নতুন আবেদনটিতে সই করেন তারা। যেখানে সরকারকে বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছানোর ও গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করার দাবি জানানো হয়েছে।

ইসরাইলি পাবলিক ব্রডকাস্টার কেএএন জানিয়েছে, চিঠিতে স্বাক্ষরকারী সৈন্যরা সেনাবাহিনীর বিভিন্ন বিভাগ ও বিশেষায়িত বিভাগের। যার মধ্যে রয়েছে গোয়েন্দা ইউনিট ৮২০০, বিশেষ বাহিনী ও সায়েরেত মাতকাল, শায়েতেত, শালদাগের মতো অভিজাত ইউনিট।

কেএএন আরও জানিয়েছে, স্বাক্ষরকারীদের ২০ শতাংশ থেকে ৩০ শতাংশ সক্রিয় রিজার্ভিস্ট সৈনিক।
 
বার্তা সংস্থা আনাদুলুর হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত ছয়টি আবেদনে স্বাক্ষর করা হয়েছে। যার মধ্যে প্রথমটিতে প্রায় ১ হাজার বিমান বাহিনীর সদস্য স্বাক্ষর করেছেন। পরে ১ হাজার শিক্ষাবিদ এতে যোগ দিয়েছেন।

দ্বিতীয়টিতে শত শত সাঁজোয়া বাহিনী ও নৌবাহিনীর সদস্যরা স্বাক্ষর করেছেন। কয়েক ডজন রিজার্ভ সামরিক ডাক্তার, সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিটের শত শত সদস্য আছেন যারা পিটিশনে স্বাক্ষর করেছেন। এছাড়া স্বাক্ষরকারীদের মধ্যে সামরিক ডাক্তাররাও রয়েছেন। বিভিন্ন ইউনিটের সদস্যরা আছেন যার মধ্যে বিশেষ ও অভিজাত বাহিনীও অন্তর্ভুক্ত।
 
এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বেশ কয়েকটি বিবৃতিতে প্রতিশ্রুতি দিয়েছেন যে, যেকোনো আবেদনে স্বাক্ষরকারী সক্রিয় সৈন্যদের বরখাস্ত করা হবে।
 
আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়