Apan Desh | আপন দেশ

ঢাকায় নেতানিয়াহুর ছবি পেটানোর খবর ইসরাইলি গণমাধ্যমে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৪৭, ১২ এপ্রিল ২০২৫

ঢাকায় নেতানিয়াহুর ছবি পেটানোর খবর ইসরাইলি গণমাধ্যমে

শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশের রাজধানী শহর ঢাকায় ‘মার্চ ফর গাজা’ নামে বিশাল বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। ছবি: এপি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশে হওয়া বিক্ষোভ কর্মসূচি ‘মার্চ ফর গাজা’র খবর প্রকাশ করেছে ইসরাইলি গণমাধ্যম। প্রতিবেদনে বিক্ষোভ-প্রতিবাদের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

এমনকি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার ঘনিষ্ঠ দুই মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিতে জুতা দিয়ে আঘাত করার তথ্য উঠে এসেছে প্রতিবেদনে।

শনিবার (১২ এপ্রিল) রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সব ধর্ম-বর্ণের মানুষ অংশ নিয়েছিল। এ সময় ফিলিস্তিনি পতাকা বহন করে এবং ‘ফ্রি, ফ্রি ফিলিস্তিন’ স্লোগান দেয় তারা।

গাজায় প্রায় দেড় বছর ধরে চলমান ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বের দেশে দেশে বিক্ষোভ-প্রতিবাদ অব্যাহত রয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজপথে নামছেন ইয়েমেন, পাকিস্তান, লিবিয়ার বাসিন্দারা। যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদ ও ইসরাইলি আগ্রাসন বন্ধে দ্রুত পদক্ষেপ ও ঐক্য গড়ার আহবান জানিয়েছেন এসব দেশের বিক্ষোভকারীরা।

আরওপড়ুন<<>>গাজা যুদ্ধের শেষ চান ইসরাইলি সেনারাও, সই করলেন চিঠিতে

প্রতিবেদনে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় ১ লাখ বিক্ষোভকারী জড়ো হয়। শত শত ফিলিস্তিনি পতাকা নিয়ে তারা ‘ফ্রি ফ্রি, ফিলিস্তিন’ স্লোগান দেন। এ সময় বিক্ষোভকারীদের অনেকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশাপাশি ইসরাইলকে সহায়তার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিতে (জুতা দিয়ে) দিয়ে আঘাত করে।

আরও বলা হয়, র‌্যালিতে তারা প্রতীকী কফিন এবং হতাহত বেসামরিক ফিলিস্তিনিদের প্রতীকী লাশ নিয়ে আসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ইসলামপন্থি দলগুলো এ সমাবেশের সঙ্গে সংহতি প্রকাশ করে।

১৭ কোটি জনসংখ্যার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশ ইসরাইলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক রাখে না এবং এটি আনুষ্ঠানিকভাবে একটি স্বাধীন ফিলিস্তিনকে সমর্থন করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়