Apan Desh | আপন দেশ

সুদানে শরণার্থীশিবিরে আরএসএফের হামলা, নিহত ১০০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫০, ১৩ এপ্রিল ২০২৫

সুদানে শরণার্থীশিবিরে আরএসএফের হামলা, নিহত ১০০

ছবি: সংগৃহীত

সুদানের দারফুর অঞ্চলের দুর্ভিক্ষকবলিত শরণার্থী শিবিরে টানা দুই দিন হামলা চালিয়েছে দেশটির আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। এ হামলায় নিহত হয়েছে অন্তত ১০০ জন বেসামরিক নাগরিক।

নিহতদের মধ্যে ২০ শিশু ও ৯ ত্রাণকর্মীও রয়েছেন। শনিবার (১২ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

সুদানে নিযুক্ত জাতিসংঘের মানবিক সমন্বয়ক ক্লেমেন্টাইন এনকোয়েটা সালামি বলেন, শুক্রবার (১১ এপ্রিল) ও শনিবার দুই দিন এ হামলা চলে। এটি একটি সংঘবদ্ধ সহিংসতা। যেখানে দুর্ভিক্ষপীড়িত বেসামরিক লোকজন ও মানবিক কর্মীদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করা হয়েছে। চলমান সংঘাতের কারণে ৫ লাখেরও বেশি মানুষ মানবিক সংকটে পড়তে পারেন বলে সতর্ক করেছেন তিনি।

আরওপড়ুন<<>>রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম ধ্বংস

ক্লেমেন্টাইন এনকোয়েটা সালামি আরও বলেন, যারা এ ধরনের কাজ করছেন, আমি তাদের প্রতি জোরাল আহবান জানাই- অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধ করুন।

এ ঘটনাকে কেন্দ্র করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক ডাকতে পারে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, মানবাধিকার সংগঠনগুলো আরএসএফ কমান্ডার মোহাম্মেদ হামদান দাগালোর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়েরের দাবি তোলার প্রস্তুতি নিচ্ছে।

সুদানের ডাক্তার্স ইউনিয়ন ও রিলিফ ইন্টারন্যাশনালের বিবৃতি অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন জমজম ক্যাম্প হাসপাতালের চিকিৎসক ডা. মাহমুদ বাবাকের ইদ্রিস এবং রিলিফ ইন্টারন্যাশনালের আঞ্চলিক প্রধান আদম বাবাকের আবদুল্লাহ। এছাড়াও অন্য ৭ সহকর্মী মধ্যে রয়েছেন নার্স, স্বাস্থ্যকর্মী ও লজিস্টিক স্টাফ।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়