
ফিলিস্তিনি চিত্রশিল্পী দীনা খালেদ জাউরুব
ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) বিমান হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনি চিত্রশিল্পী দীনা খালেদ জাউরুব (২২)। অবরুদ্ধ গাজার দক্ষিণে এ হামলার ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
আরওপড়ুন<<>>নববর্ষ পালনে থাইল্যাণ্ডে উৎসব
প্রতিবেদনে বলা হয়, দীনা খালেদ জাউরুব গাজায় ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনিদের প্রতিকৃতি আঁকার জন্য বেশ পরিচিত ছিলেন। ২০১৫ সালে সশস্ত্র সংঘাতে শিশুদের অধিকারের ওপর আঁকা চিত্রকর্মের জন্য আল মেজান সেন্টার ফর হিউম্যান রাইটস পুরস্কার জিতেছিলেন এ চিত্রশিল্পী।
খান ইউনিসের পশ্চিমে স্যান্ড বিচ রিসোর্টের কাছে তার পরিবারের আশ্রয়কেন্দ্রের একটি তাঁবুতে ইসরাইলি বোমা আঘাত হানে। এ হামলায় প্রাণ হারান দীনা খালেদ।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।