Apan Desh | আপন দেশ

কূপে পড়লেন ৮৫ বছরের বৃদ্ধা, বাঁচার পর বললেন ‘চা খাব’

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১১:১১, ১৫ এপ্রিল ২০২৫

কূপে পড়লেন ৮৫ বছরের বৃদ্ধা, বাঁচার পর বললেন ‘চা খাব’

সংগৃহীত ছবি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় পানি তুলতে গিয়ে একটি কূপে পড়ে যান শোভারানি বন্দ্যোপাধ্যায় নামের ৮৫ বছর বয়সি এক বৃদ্ধা। দীর্ঘ সময় ধরে পানিতে ভাসতে থাকেন তিনি। দমকল কর্মীরা তাকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে জ্ঞান ফেরার পর ওই বৃদ্ধা বলেন, ‘চা খাব।’

গত শনিবার সকালে ঘটনাটি ঘটে হুগলির পাণ্ডুয়া উপজেলার বৈঁচীগ্রাম দক্ষিণপাড়ায়।

জানা যায়, স্থানীয় বাসিন্দা শোভারানি বন্দ্যোপাধ্যায় স্বামীর মৃত্যুর পর একা থাকতেন। তার একমাত্র ছেলে থাকেন কলকাতায়। প্রতিবেশী বর্ণালী বন্দ্যোপাধ্যায় প্রতিদিন তার খোঁজখবর নেন ও খাবার দিয়ে যান। শনিবার সকালে বর্ণালী শোভারানির বাসায় গিয়ে তাকে না পেয়ে খুঁজতে থাকেন। একপর্যায়ে বাড়ির পেছনে থাকা একটি পুরোনো কূপে তাকিয়ে দেখেন, পানিতে পড়ে আছেন শোভারানি। সঙ্গে সঙ্গে স্থানীয়দের ডাকেন ও খবর দেয়া হয় পুলিশ ও দমকল বিভাগে।

খবর পেয়ে পাণ্ডুয়া থানা ও বৈঁচী পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। কূপে মই নামিয়ে দমকলকর্মীরা তাকে ওপরে তোলেন। তাৎক্ষণিকভাবে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর জ্ঞান ফিরে এলে নার্সদের দিকে তাকিয়ে শোভারানি বলেন, ‘চা খাব।’ এ বাক্য শুনে হাসপাতালে উপস্থিত সবাই কিছুটা হেসে ফেলেন। আশপাশের মানুষজনও স্বস্তির নিশ্বাস ফেলেন।

প্রতিবেশীরা বলছেন, এত বয়সে, এতক্ষণ জলে পড়ে থেকেও জীবিত থাকা একটা অলৌকিক ঘটনা। আমরা সবাই ওনার সুস্থতা কামনা করছি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়