
ছবি: সংগৃহীত
আফগানিস্তানে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার প্রভাব পড়েছে ভারতের রাজধানী দিল্লি ও আশপাশের এলাকাতেও।
বুধবার (১৬ এপ্রিল) ভোররাতে দেশটির হিন্দুকুশ এলাকায় এ কম্পন অনুভূত হয় বলে জানা গেছে।
বার্তা সংস্থা রয়টার্স ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাতে জানিয়েছে, বুধবার আফগানিস্তানে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৪। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১২১ কিলোমিটার গভীরতায়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
অপরদিকে, ভারতের ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজির তথ্য অনুযায়ী, কম্পনের মাত্রা ছিল ৫.৯। ভারতীয় সময় বুধবার ভোর ৪টা ৪৪ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭৫ কিলোমিটার গভীরে।
আরওপড়ুন<<>>গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি ছাড়াল ৫১ হাজার
এর জেরে দিল্লি ও এনসিআর এলাকায় কম্পন অনুভূতের খবর মিলেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বহু বাসিন্দা জানিয়েছেন, তারা ভোরের দিকে কম্পন টের পেয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
এদিকে, এদিন সকালেই তাজিকিস্তানে ৫.৮ মাত্রার একটি পৃথক ভূমিকম্প আঘাত হেনেছে। গত ৪৮ ঘণ্টার মধ্যে দেশটিতে এটি তৃতীয় উল্লেখযোগ্য ভূমিকম্প। আফগানিস্তান, কিরগিস্তানেও এ কম্পনের প্রভাব অনুভূত হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দক্ষিণ ও মধ্য এশিয়াজুড়ে একাধিক ভূমিকম্পের খবর মিলেছে। কয়েকদিন আগেই মায়ানমারে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। যাতে বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে তিব্বত ও বিকেলে নেপালেও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যদিও সেখানে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।