Apan Desh | আপন দেশ

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ২০:৩৯, ১৬ এপ্রিল ২০২৫

আপডেট: ২০:৫২, ১৬ এপ্রিল ২০২৫

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ সাময়িকী টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার নাম রয়েছে ‘নেতা’ ক্যাটাগরিতে। তালিকার ‘নেতা’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত ড. ইউনূসের প্রোফাইলটি লিখেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটন।​

এ তালিকায় ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেইনবোম ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। ২০২৫ সালের ‘টাইম ১০০’ তালিকায় ৩২টি দেশের নেতৃস্থানীয় ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। যারা রাজনীতি, ব্যবসা, সংস্কৃতি ও সামাজিক ন্যায়বিচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।​

বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় এ তালিকা প্রকাশ করা হয়েছে।

টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসক প্রধানমন্ত্রীর পতনের পর ড. মুহাম্মদ ইউনূস জাতিকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে নেতৃত্ব দিচ্ছেন। তিনি এর আগে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার ধারণা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন। যা লক্ষ লক্ষ মানুষকে—বিশেষত নারীদের—আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করেছে।​

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটন ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসা করে লিখেছেন, বাংলাদেশকে গণতন্ত্রের পথে পরিচালনার জন্য একজন সুপরিচিত নেতা এগিয়ে এসেছেন’ নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত মুহাম্মদ ইউনূস।

তিনি আরও উল্লেখ করেন, ড. মুহাম্মদ ইউনূস আবারও দেশের ডাকে সাড়া দিয়েছেন। তিনি বাংলাদেশকে দমন-পীড়নের ছায়া থেকে বের করে এনেছেন। মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা করছেন। একটি ন্যায়সঙ্গত ও মুক্ত সমাজের ভিত্তি স্থাপন করছেন।

টাইম ম্যাগাজিনের সম্পাদক-প্রধান স্যাম জ্যাকবস বলেন, ২০২৫ সালের টাইম১০০ তালিকাটি আমাদের জীবনের উপর প্রভাব ফেলা শক্তিগুলোর প্রতিফলন। এ তালিকায় ৩২টি দেশের নেতৃস্থানীয় ব্যক্তিরা রয়েছেন। যারা বিশ্বব্যাপী পরিবর্তনের অগ্রদূত। যারা বিশ্বকে রূপান্তরিত করছেন—রাজনৈতিক নেতা, কর্পোরেট প্রধান ও ন্যায়বিচারের পক্ষে সোচ্চার ব্যক্তিত্বরা। ​

টাইম ১০০ তালিকার পূর্ণ সংস্করণ ১৮ এপ্রিল প্রকাশিত হবে। ৪ মে একটি গ্লোবাল টেলিভিশন গালা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হবে।

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়