
ছবি: সংগৃহীত
হবু স্ত্রী নয়, বরং হবু শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছেন এক যুবক। আবার ফিরে এসে সেই নারী বলছেন, এখন থেকে তিনি হবু জামাইয়ের সঙ্গেই থাকবেন। স্বামীর কাছে ফিরবের না। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশে।
ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ওই যুবকের নাম যুবকের নাম রাহুল। হবু শাশুড়ি হলেন অভিযুক্ত স্বপ্না দেবী।
পুলিশের কাছে স্বপ্না জানান, রাহুলকে বিয়ে করতে চান তিনি। সেজন্যই মেয়ের বিয়ের আগে তার হবু স্বামী রাহুলকে নিয়ে পালিয়ে যান স্বপ্না। এরপর গত ১৬ এপ্রিল পুলিশের কাছে এসে ধরা দেন স্বপ্না।
এদিনই তার মেয়ের সঙ্গে রাহুলের বিয়ে হওয়ার কথা ছিল। ওই নারী আরও বলেন, তার স্বামী তাকে মারধর করেন, মেয়েও খারাপ আচরণ করেন। সেজন্য স্বামীর সংসারে থাকতে চান না তিনি। রাহুলকে বিয়ে করতে চান।
আরওপড়ুন<<>>টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস
পুলিশ জানায়, পালিয়ে যাওয়ার সময় স্বপ্না ও রাহুল নগদ সাড়ে তিন লাখ রুপি ও ৫ লাখ রুপির অলঙ্কার নিয়ে যান।
পুলিশের তদন্ত অনুযায়ী, রাহুল এর আগেও এক নারীকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন। পরে দুই মাস পর তারা ফিরে আসেন। ফিরে আসার পর সেই নারীর পরিবার অবশ্য রাহুলের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। ফলে কোনো আইনি ব্যবস্থা নেয়নি পুলিশ।
স্বপ্না দেবীর সঙ্গে পালিয়ে যাওয়া নিয়ে রাহুল জানান, কাশিগঞ্জ থেকে প্রথমে আলিগড়ে যান তারা। সেখান থেকে বাসে করে বিহার। একটা সময় নেপাল সীমান্তেও চলে যান দুজন। কিন্তু পত্রিকায় খবর দেখে তিনি ভুল বুঝতে পারেন। তারপর তারা গ্রামে ফিরে আসেন।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।