Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে এলোপাতাড়ি গুলিতে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৯, ১৮ এপ্রিল ২০২৫

আপডেট: ১০:৪৫, ১৮ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে এলোপাতাড়ি গুলিতে নিহত ২

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে এক তরুণের এলোপাতাড়ি গুলিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এ ঘটনা ঘটে। নিহতদের কেউই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয় বলে জানা গেছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ইতোমধ্যে হামলাকারীকে আটক করা হয়েছে। তার নাম ফিনিক্স ইকনার। ২০ বছর বয়সী ওই যুবক লিওন কাউন্টি শেরিফের ডেপুটির ছেলে। তিনি নিজেও কাউন্টি শেরিফ অফিসের ইয়ুথ অ্যাডভাইজরি কাউন্সিলের সঙ্গে যুক্ত।

এর আগে হামলাকারীকে গুলি করে নিরাপত্তাকর্মীর সদস্যরা। উদ্ধার করা হয় বেশ কয়টি অস্ত্র। যার মধ্যে একটি হ্যান্ড গান, যা তার পুলিশ কর্মকর্তা মায়ের ব্যবহার্য। 

ধারণা করা হচ্ছে, অভিযুক্ত যুবক তার মায়ের লাইসেন্সপ্রাপ্ত বন্দুক দিয়েই হামলা চালিয়েছে। হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। যদিও যুক্তরাষ্ট্রে এ ঘটনা নতুন কিছু নয়। অস্ত্র সহজলোভ্য হওয়ায় প্রায়ই এমন ঘটনা ঘটে সেখানে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ফ্লোরিডা ইউনিভার্সিটির টালাহাসি ক্যাম্পাসে আচমকাই ঢুকে গুলি চালাতে শুরু করেন এক ব্যক্তি। আতঙ্কে সবাই ছোটাছুটি শুরু করে।  

এক প্রত্যক্ষদর্শী বলছেন, ৮ থেকে ১০ রাউন্ড গুলি চলে। হঠাৎ এক ব্যক্তি বন্দুক নিয়ে বেরিয়ে আসে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়