
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইউক্রেনে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে দুই দিনের জন্য এ যুদ্ধবিরতি কার্যকর হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন জানায়, স্থানীয় সময় আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকর হবে। যা রোববার (২০ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত চলবে। এ সময় ইউক্রেনে সব ধরনের হামলা বন্ধ রাখবে রুশ বাহিনী। ইউক্রেনও এ যুদ্ধবিরতিতে সম্মত হবে। ইস্টারের সময় হামলা থেকে বিরত থাকবে বলে প্রত্যাশা ক্রেমলিনের।
প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, ইস্টারের সময়ে তিনি রুশ সেনাদের সব ধরনের হামলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তবে ইউক্রেন যদি কোনো ধরনের উসকানি দেয় অথবা হামলা চালায় তাহলে তার সেনারা জবাব দেয়ার জন্য প্রস্তুত থাকবে।
এদিকে ইউক্রেনের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানা যায়নি। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধবিরতির শর্তাবলী মেনে নিয়েছেন কি না তা স্পষ্ট নয়।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।