
স্বঘোষিত লেডি ডন জিকরা
খুনের মামলায় গ্রেফতার হয়েছেন ভারতের দিল্লির স্বঘোষিত লেডি ডন ‘জিকরা’। ১৭ বছরের এক কিশোর হত্যার অভিযোগে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।
শনিবার (১৯ এপ্রিল) ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিল্লিতে ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন হয় ১৭ বছরের কিশোর কুনাল। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে মানুষের মধ্যে ছড়ায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। জড়িত সন্দেহে আটক হওয়ার পর নতুন করে আলোচনায় আসেন জিকরা।
আরওপড়ুন<<>>ইউক্রেনে পুতিনের যুদ্ধবিরতি ঘোষণা
পুলিশের অভিযোগ, জিকরার নেতৃত্বে ১০ থেকে ১৫ সদস্যের গ্যাং নানা অপরাধে জড়িত। সামাজিক মাধ্যমে সরব জিকরার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ১৫ হাজারের বেশি। অপরদিকে স্থানীয়দের অভিযোগ, জনমনে আতঙ্ক ছড়াতেই তার অস্ত্রের শো-অফ।
গুঞ্জন আছে, গ্যাংস্টার হাশিম বাবার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল স্বঘোষিত এ লেডি ডনের। একসময় কাজ করতেন হাশিমের তৃতীয় স্ত্রী জয়ার দেহরক্ষী হিসেবে। জয়াই তাকে সরবরাহ করতো অস্ত্র ও অর্থ। পরে একসময় নিজেই গড়ে তোলেন অপরাধ চক্র।
এর আগে, বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্র হাতে ছবি পোস্ট করে সমালোচনার জন্ম দিয়েছিলেন জিকরা। নিজেকে পরিচয় দেন ‘লেডি ডন’ হিসেবে। কিছুদিন আগেও অস্ত্র আইনে জেল খাটেন তিনি। জামিনে মুক্তি পেয়েই নাম জড়ালেন কুনাল হত্যাকাণ্ডে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।