Apan Desh | আপন দেশ

কনের পরিবর্তে বউ সেজে বসেছিলেন পাত্রীর মা! অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১৮:৫২, ২০ এপ্রিল ২০২৫

কনের পরিবর্তে বউ সেজে বসেছিলেন পাত্রীর মা! অতঃপর...

ফাইল ছবি

পাত্রীর বদলে কনের বেশে হবু শাশুড়ি! বিয়ের অনুষ্ঠানে হবু স্ত্রীর ঘোমটা তুলে হতবাক হলেন যুবক! বিয়ের সময় কাজী মুখে পাত্রীর নাম উচ্চারণ করেছিলেন, তখনই ঘোমটা তুলে দেখেন বর! তাতেই পর্দাফাঁস হয়ে যায়। এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মিরাটে।

ভারতীয় গণমাধ্যম জানায়, বিয়ের পাত্র ২২ বছরের যুবক। নাম মো. আজিম।

গত ৩১ মার্চ তার ভাই নাদিম বিয়ের প্রস্তাব নিয়ে যান। পাত্রী ২১ বছরের মানতাশা। ফুরফুরে মেজাজে বিয়ে করতে গিয়েছিলেন যুবক। কিন্তু কনের নাম বলতেই আঁতকে ওঠেন আজিম। তড়িঘড়ি ঘোমটা তুলে দেখেন কনের বদলে বধূবেশে বসে আছেন তার (পাত্রীর) মা।
 
বিষয়টি বোঝার সঙ্গে সঙ্গে এ বিয়েতে আপত্তি করা হয়। আজিম জানিয়ে দেন, এ কনেকে তিনি বিয়ে করতে পারবেন না। এরপর দুপক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। এক পর্যায় বিয়ের আসর ছেড়ে পালান আজিম।

এ ঘটনার সপ্তাখানেক পর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন আজিম। মিরাটের পুলিশ জানায়, প্রতারণার যে অভিযোগ পাওয়া গেছে। সেটার তদন্ত শুরু হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়