Apan Desh | আপন দেশ

ভারত সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট, রাতে মোদির সঙ্গে বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৭, ২১ এপ্রিল ২০২৫

ভারত সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট, রাতে মোদির সঙ্গে বৈঠক

ছবি: সংগৃহীত

চার দিনের সফরে ভারত পৌঁছেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স। সোমবার (২১ এপ্রিল) সকালে দিল্লি পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন, স্ত্রী ঊষা চিলুকুরি, তাদের তিন সন্তান এবং মার্কিন সরকারের একটি প্রতিনিধি দল।

যার মধ্যে দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) সিনিয়র ডিরেক্টর রিকি গিলও রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দিল্লি বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিক গার্ড অফ অনার প্রদান করা হয়। আজ সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে নৈশভোজে যোগ দেয়ার কথা রয়েছে জে ডি ভান্সের। সেখানে দুজনের বৈঠকও অনুষ্ঠিত হবে। বৈঠকে মোদির মন্ত্রিসভার সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এ বৈঠকের পরই ভারত-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব নিয়ে গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা আসতে পারে বলে দাবি করছে ভারতীয় গণমাধ্যমগুলো।

আরওপড়ুন<<>>প্রেমিকাকে না পেয়ে যেভাবে পোপ হয়েছিলেন ফ্রান্সিস

উল্লেখ্য, ভারতে সফরের শুরুতেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট পরিবারসহ দিল্লির অক্ষরধাম মন্দির পরিদর্শন করেন। সেখানে ভ্যান্সের ছেলে-মেয়েরা বেশ ভালো সময় কাটিয়েছেন বলে জানান মন্দিরের মুখপাত্র রাধিকা শুক্লা।

সংবাদ সংস্থা এএনআই-কে রাধিকা শুক্লা বলেন, জে ডি ভান্সের সন্তানের হাতে একটি স্মারক তুলে দেয়া হয়েছে। যাতে এ স্মরণীয় মুহূর্ত চিরকাল মনে রাখে। অক্ষরধামে দর্শনের সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট এখানকার শিল্পকর্ম, উপদেশমূলক বার্তা এবং সাংস্কৃতিক খোদাই খুব পছন্দ করেন বলেও জানান শুক্লা।

মঙ্গলবার (২২ এপ্রিল) জয়পুরে একটি ভাষণ দেয়ার কথা রয়েছে জে ডি ভান্সের। যেখানে ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে দিকনির্দেশনা দেয়ার সম্ভাবনা রয়েছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়