
প্রতীকী ছবি
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের স্বার্থের পরিপন্থী কোনো বাণিজ্য চুক্তিতে না যেতে বিভিন্ন দেশকে কড়া সতর্কবার্তা দেয়া হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ সতর্কবার্তা দেন।
সোমবার (২১ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, বিশ্বের দুই প্রধান অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যেই এ হুঁশিয়ারি দিয়েছে বেইজিং।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, চীন এমন কোনো চুক্তিকে সমর্থন করে না যা তাদের স্বার্থবিরোধী। বরং প্রয়োজনে কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হবে।
আরওপড়ুন<<>>প্রেমিকাকে না পেয়ে যেভাবে পোপ হয়েছিলেন ফ্রান্সিস
এ বিবৃতি এসেছে এমন এক সময়ে, যখন ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশকে চীনের সঙ্গে বাণিজ্য সীমিত করার জন্য চাপ দিচ্ছে। যাতে তারা যুক্তরাষ্ট্র থেকে শুল্ক ছাড় পেতে পারে।
চীনের অভিযোগ, যুক্তরাষ্ট্র তথাকথিত ‘সমতার’ নামে বাণিজ্য অংশীদারদের ওপর শুল্ক আরোপ করছে এবং সবাইকে একতরফাভাবে 'পারস্পরিক শুল্ক' আলোচনায় টেনে আনছে।
চীনা বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা নিজ দেশের অধিকার ও স্বার্থ রক্ষায় অনড় অবস্থানে আছে এবং বৈশ্বিক অংশীদারদের সঙ্গে পারস্পরিক সংহতি জোরদার করতে চায়।
এদিকে, ট্রাম্প প্রশাসন প্রায় ৫০টি দেশের সঙ্গে শুল্ক ছাড় বিষয়ক আলোচনা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে জাপান ও ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র থেকে খাদ্য ও অন্যান্য পণ্য আমদানি বাড়ানোর পরিকল্পনায় দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা করছে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।