
সংগৃহীত ছবি
ভারতের গুজরাটে খ্রিস্টানদের ইস্টার প্রার্থনা সভায় হামলা চালিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা। ধর্মান্তরকরণের অভিযোগ তুলে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা সভায় ঢুকে তাণ্ডব চালায়। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।
ইতোমধ্যে ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, ইস্টার সানডে উপলক্ষে ওধব এলাকায় একটি হলে জমায়েত হয়েছিলেন আহমেদাবাদে বসবাসকারী প্রায় ১০০ জন খ্রিস্টান ধর্মাবলম্বী। অভিযোগ, প্রার্থনা চলাকালীন আচমকা ওই হলে ঢুকে পড়েন বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের ১০-১৫ জন নেতা-কর্মী। কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা তাণ্ডব চালাতে শুরু করে।
ধর্মান্তরকরণের অভিযোগ তুলে তারা লাঠি দিয়ে হামলা করে। একটি ভিডিওতে দেখা গেছে, ভিএইচপি ও বজরং দলের কর্মীরা ‘হর হর মহাদেব’ ও ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে দিতে লাঠি হাতে প্রার্থনা সভায় প্রবেশ করছেন। এরপর আক্রমণাত্মকভাবে শাড়ি পরা ও মাথা ঢেকে থাকা নারীদের প্রার্থনা সভা থেকে বেরিয়ে যেতে বলছেন।
এদিকে, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণের পর উভয় পক্ষের প্রতিনিধিদের থানায় নিয়েও যাওয়া হয়।
ওধব পুলিশ কর্মকর্তা প্রতীক জিনজুভাদিয়া বলেন, বিমলপার্ক সোসাইটিতে ইস্টার সভা চলাকালীন এ ঘটনা ঘটে। আমরা উভয় পক্ষের অভিযোগ শুনেছি। মামলার তদন্ত শুরু করেছি।
তিনি আরও জানান, স্থানীয় বজরং দলের সদস্য দর্শন জোশী ধর্মান্তরকরণ অভিযোগের তদন্তের জন্য একটি আবেদন করেছেন, যদিও তারা নিজেরাই অনুষ্ঠানে এর কোনো প্রমাণ পাননি। অন্যদিকে খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে ১০-১৫ জন অজ্ঞাত পরিচয় যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে পুলিশ সূত্র খবর, এখনও পর্যন্ত কোনো এফআইআর দায়ের করা হয়নি।
বজরং দলের উত্তর গুজরাট আহ্বায়ক জওয়ালিত মেহতার অভিযোগ, ভিএইচপি ও বজরং দলের কর্মীরা ওধবসহ নিকোলে খ্রিস্টানদের প্রার্থনা সভায় ঢুকেছিল। কারণ তাদের কাছে খবর ছিল যে ধর্মান্তরকরণ হচ্ছে। সূত্র: হিন্দুস্তান টাইমস, দ্য ওয়্যার
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।