Apan Desh | আপন দেশ

কাশ্মিরে ‘হামলা’ সাজানো ঘটনা, দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:০২, ২৫ এপ্রিল ২০২৫

আপডেট: ১২:১১, ২৫ এপ্রিল ২০২৫

কাশ্মিরে ‘হামলা’ সাজানো ঘটনা, দাবি পাকিস্তানের

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ

কাশ্মীর পেহেলগামে সন্ত্রাসী হামলায় দুই বিদেশি সহ ২৬ জন নিহত হয়েছেন। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে, যদিও ইসলামাবাদ এ দাবি তীব্রভাবে অস্বীকার করে এটিকে ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ হিসেবেও অভিহিত করেছে। এ ঘটনায় প্রতিবেশি দেশ দু’টির চরম উত্তেজনা বিরাজ বরছে। এমন পরিস্থিতির মধ্যেই পাকিস্তান এ হামলাকে ‘সাজানো’ ঘটনা হিসেবে দাবি করেছে, তবে তার পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি। সংবাদমাধ্যম আল জাজিরা আজ শুক্রবার এ তথ্য প্রকাশ করেছে।  

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক সাক্ষাৎকারে বলেছেন, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে সম্প্রতি ঘটে যাওয়া পর্যটক হত্যাকাণ্ডটি ‘পরিকল্পিত একটি ঘটনা’ ছিল। তিনি আরও বলেন, আমরা অত্যন্ত দৃঢ়ভাবে সন্দেহ করি, এটি একটি ফলস ফ্ল্যাগ অপারেশন—অর্থাৎ নিজেরাই ঘটিয়ে অন্যের ওপর দোষ চাপানোর চেষ্টা।’ তবে তিনি এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

তিনি বলেন, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে কোনো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নেই। কাশ্মিরে যা ঘটছে বা কাশ্মিরি কোনো আন্দোলনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা একেবারেই কোনো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে জড়িত নই।

পাকিস্তানের এ প্রতিরক্ষামন্ত্রী ভারত সরকারের অভিযোগের জোরালোভাবে বিরোধিতা করে বলেন, ভারত সরকার যে অভিযোগ করছে, আমি তা নাকচ করছি।

এছাড়া, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার একটি বেসরকারি চ্যানেলে মন্তব্য করেন, ভারতের নেয়া পদক্ষেপগুলো শিশুসুলভ এবং এতে কোনো গুরুত্বের অভাব রয়েছে।

 তিনি আরও বলেন, ভারত প্রতিটি ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং অতীতের মতো এবারও পাকিস্তানকে দোষারোপ করার চেষ্টা করা হয়েছে। আমরা বৈঠকে ভারতকে যোগ্য জবাব দেব, যা কম হবে না।

উল্লেখ্যে যে, কাশ্মিরে ১৯৮৯ সাল থেকে ভারতীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ চলছে। অনেক কাশ্মিরি মুসলিম বিদ্রোহীদের সমর্থন করেন এবং তারা চায়, কাশ্মির পাকিস্তানে যোগ দিক অথবা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক। ভারত দাবি করে থাকে, এটি পাকিস্তান-প্রভাবিত ‘সন্ত্রাসবাদ’, অন্যদিকে পাকিস্তান এটিকে বৈধ স্বাধীনতাকামী আন্দোলন বলে মনে করে। দীর্ঘ সংঘাতে হাজার হাজার বেসামরিক নাগরিক, বিদ্রোহী ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়