
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ
কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপরে হামলার ঘটনা তদন্তে ভারতে সহায়তা করতে প্রস্তুত পাকিস্তান। জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
তিনি বলেন, পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় যেকোনো নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান উন্মুক্ত।
শনিবার (২৬ এপ্রিল) কাকুলে পাকিস্তান মিলিটারি অ্যাকাডেমিতে একটি পাসিং-আউট প্যারেডের ভাষণে এসব কথা বলেন শাহবাজ শরীফ।
তিনি বলেন, সম্প্রতি দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। পেহেলগামের সাম্প্রতিক ট্র্যাজেডি চিরস্থায়ী দোষারোপের খেলার আরেকটি উদাহরণ, যা অবশ্যই বন্ধ করতে হবে। এ সময় বিশ্বাসযোগ্য তদন্ত এবং কোনো প্রমাণ ছাড়াই ভারত ভিত্তিহীন অভিযোগ করেছে বলে তীব্র সমালোচনা করেন তিনি।
আরওপড়ুন<<>>ভারতে পাঁচ শতাধিক বাংলাদেশি আটক
শাহবাজ শরিফ বলেন, আমাকে কাশ্মীরের গুরুত্বও বোঝাতে হবে। জাতির প্রতিষ্ঠাতা কায়েদ-ই-আজম মোহাম্মদ আলী জিন্নাহ ঠিকই বলেছেন, কাশ্মীর হল পাকিস্তানের শিরা। দুর্ভাগ্যবশত, এ বিশ্বব্যাপী স্বীকৃত বিরোধটি জাতিসংঘের একাধিক প্রস্তাব সত্ত্বেও অমীমাংসিত রয়ে গেছে। এতে কোন সন্দেহ নেই, পাকিস্তান কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সমর্থন করে যাবে যতক্ষণ না তারা মহান সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে তাদের অধিকার অর্জন করবে।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বের প্রথম সারির রাষ্ট্র হিসেবে আমরা ৯০ হাজার হতাহত এবং ৬০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে কল্পনার বাইরের অর্থনৈতিক ক্ষতি সহ্য করেছি বলেও মন্তব্য করেন তিনি।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে মঙ্গলবারের ( ২২ এপ্রিল) হামলায় ২৬ জন নিহত হয়। যাদের বেশিরভাগই ছিল পর্যটক। এ হামলাকে ২০০০ সালের পর অঞ্চলটিতে সবচেয়ে মারাত্মক সশস্ত্র আক্রমণ হিসাবে বর্ণনা করা হচ্ছে। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এ হামলার দায় স্বীকার করেছে বলে দাবি করেছে ভারত। ঘটনার পর থেকে পারমাণবিক অস্ত্রধারী দেশদুটি একে অপরের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে।
ভারত একতরফাভাবে সমালোচনামূলক সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে এবং পাকিস্তান সিমলা চুক্তি স্থগিতসহ ভারতীয় বিমানের জন্য তার আকাশসীমা বন্ধ করে পাল্টা পদক্ষেপ নিয়েছে। সূত্র: ডন
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।