Apan Desh | আপন দেশ

কাশ্মীরে হামলা ভারতের রাজনৈতিক চাল, দাবি ভারতীয় সেনার 

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১৯:৪৫, ২৬ এপ্রিল ২০২৫

আপডেট: ২২:২৪, ২৬ এপ্রিল ২০২৫

কাশ্মীরে হামলা ভারতের রাজনৈতিক চাল, দাবি ভারতীয় সেনার 

সংগৃহীত ছবি

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়েছেন। এরপর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। দুই দেশের সীমান্তে যুদ্ধের আশঙ্কাও দেখা দিয়েছে। তবে পাকিস্তানের একাধিক রাজনীতিক এ হামলাকে ‘ফলস ফ্ল্যাগ’ বলে অভিহিত করেছেন। অর্থাৎ, তারা দাবি করেছেন— হামলাটি আসলে ভারত নিজেরাই ঘটিয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য।

এবার এ বিষয়ে মুখ খুলেছেন একজন ভারতীয় সেনা কর্মকর্তা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও বার্তায় তিনি বলেছেন, পেহেলগাম হামলার ধরন স্পষ্টভাবে ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশনের ইঙ্গিত দেয়। যা অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এ হামলা হতে পারে।

ভিডিওতে ওই সেনা কর্মকর্তা বলেন, আমি অশোক কুমার। ভারতীয় সেনাবাহিনীর একজন সিনিয়র অফিসার। আজ আমি এমন একটি বিষয় সামনে আনছি যা আমার বিবেককে তাড়িয়ে বেড়াচ্ছে। পেহেলগাম হামলা নিয়ে যা বলা হচ্ছে, তা পুরোপুরি সত্য নয়। গোয়েন্দা ব্যর্থতা, মিডিয়ার কাহিনি ও অপারেশনের অস্বাভাবিক আচরণ— সব কিছুই বড় প্রশ্ন তৈরি করছে। আমার দীর্ঘ সেনা জীবনে বহু অপারেশন দেখেছি। কিন্তু এটা ছিল সম্পূর্ণ ভিন্ন। এর সমস্ত লক্ষণই একটি সাজানো হামলার দিকেই ইঙ্গিত করে।

তিনি আরও বলেন, আমাদের আহত সৈনিকরা কয়েক ঘণ্টা মাটিতে পড়ে ছিল। অথচ তাদের উদ্ধার করতে কোনো মেডিকেল টিম বা কমান্ডো অফিসার আসেনি। সবকিছু এমনভাবে ঘটেছে যেন ঘটনা আগে থেকেই পরিকল্পিত ছিল।

অশোক কুমার বলেন, একজন সৈনিকের দায়িত্ব শুধু সীমান্ত রক্ষা নয়, সত্য রক্ষা করাও। ধোঁকার সামনে চুপ থাকা দেশপ্রেম নয়। সত্য যত কঠিনই হোক, তা প্রকাশ হওয়া উচিত।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিও ও অশোক কুমারের পরিচয়ের স্বতন্ত্র যাচাই এখনো নিশ্চিত করতে পারেনি কোনো গণমাধ্যম।

পাকিস্তানের পক্ষ থেকে ইতোমধ্যে এ হামলাকে সাজানো দাবি করে আন্তর্জাতিক তদন্তের আহবন জানানো হয়েছে। ভারতের পক্ষ থেকে অবশ্য হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করা হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়