Apan Desh | আপন দেশ

বাংলাদেশের সঙ্গে দৃঢ় সম্পর্ক চায় পাকিস্তান: আসিফ

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১৬:০২, ২৭ এপ্রিল ২০২৫

বাংলাদেশের সঙ্গে দৃঢ় সম্পর্ক চায় পাকিস্তান: আসিফ

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। ছবি: রয়টার্স

বাংলাদেশের ৫৪তম জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে এক অনুষ্ঠান হয়েছে। এতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বাংলাদেশের জনগণের প্রতি গভীর শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়েছেন। অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন খান ও তার স্ত্রী রওশন নাহিদ।

খবর দিয়েছে পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ‘দ্য নিউজ’।

প্রধান অতিথির বক্তব্যে আসিফ বলেন, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত মূল্য দেয়। অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতিসহ বিভিন্ন খাতে অংশীদারত্ব আরও বাড়াতে চায় পাকিস্তান। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করতে উভয়পক্ষই আন্তরিকভাবে কাজ করছে।

বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন আসিফ। তিনি বলেন, দুই দেশের জনগণের উন্নয়নের জন্য পারস্পরিক সহযোগিতা বাড়ানো জরুরি। এ সময় তিনি পাকিস্তান ও বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের কথাও স্মরণ করিয়ে দেন। এ বন্ধন দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন খান। তিনি জানান, দীর্ঘ ১৫ বছর পর পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের নেতৃত্বে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে। এটি দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতি এনেছে বলে মন্তব্য করেন তিনি।

হাইকমিশনার বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, আতিথেয়তা ও সংস্কৃতির প্রশংসা করেন। তিনি সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া আরও বৃদ্ধির আহবান জানান। তিনি ১৯৭১ সালের গণআন্দোলনে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া দুই দেশের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সম্পর্ক আরও দৃঢ় করার আহবান জানান তিনি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়