Apan Desh | আপন দেশ

ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হুমকিতে সামরিক সংঘাতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১৯:১৮, ২৭ এপ্রিল ২০২৫

আপডেট: ২০:৫১, ২৭ এপ্রিল ২০২৫

ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হুমকিতে সামরিক সংঘাতের আশঙ্কা

সংগৃহীত ছবি

জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশীর মাঝে সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। পেহেলগামে বন্দুকধারীদের হামলায় প্রাণহানির ঘটনায় দুই দেশের সম্পর্ক আরও খারাপের দিকে যাচ্ছে। পাল্টাপাল্টি হুমকি দিতে শুরু করেছে দুই দেশ।

এমন উত্তেজনাকর পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, ভারত যদি উত্তেজনা বাড়ায়, তাহলে পাকিস্তানকে কেউ থামাতে পারবে না। তিনি স্পষ্ট করে জানান, আগ্রাসনের জবাব দিতে পাকিস্তান প্রস্তুত ও সশস্ত্র বাহিনীর পেছনে পুরো জাতি ঐক্যবদ্ধ।

অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীরের হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, দেশের প্রতিটি মানুষের রক্ত ফুটছে। সন্ত্রাসীদের এমন শাস্তি দেয়া হবে যা তারা কল্পনাও করতে পারবে না।

রোববার (২৭ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুরো পাকিস্তান আজ সশস্ত্র বাহিনীর সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছে। ভারত যদি উত্তেজনা ছড়ায় তাহলে আমরা পুলওয়ামার ঘটনায় যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিলাম ঠিক সেভাবে মোদির সরকারকে কঠোর জবাব দেয়া হবে।

পুরো পাকিস্তানে সশস্ত্র বাহিনীর পেছনে ঐক্যবদ্ধ আছে বলে দাবি করেন খাজা আসিফ। তিনি যেকোনও আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনী কঠোর পদক্ষেপ নেবে বলেও হুঁশিয়ার করে দিয়েছেন।

আরও পড়ুন>>>লন্ডনে পাকিস্তানি দূতাবাসে ভারতীয়দের হামলা

খাজা আসিফ সতর্ক করে দিয়ে বলেছেন, পারমাণবিক শক্তিধর দুই রাষ্ট্রের যেকোনও সংঘাত আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ হুমকি হয়ে উঠবে। তিনি বলেন, এ বিষয়টি বিশ্ব সম্প্রদায়ের নজরে আনা হয়েছে। তারা পেহেলগামের এ ঘটনায় তদন্ত শুরু করতে পারে।

ভারতকে সতর্ক করে দিয়ে পাকিস্তানের এ প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘উত্তেজনা যদি বাড়তে থাকে, তাহলে কেউই আমাদের থামাতে পারবে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি উত্তেজনা বাড়িয়ে তোলার পথ বেছে নেন, তাহলে আমরা তাকে পুরো পথে তাড়া করব।’

খাজা আসিফ বলেন, নরেন্দ্র মোদি পুলওয়ামার সময় ব্যবহৃত একই কৌশলের পুনরাবৃত্তি করে মিথ্যা প্রচারণার জন্য পরিচিত। তবে পাকিস্তান কার্যকরভাবে প্রতিক্রিয়া জানানোর জন্য যথেষ্ট শক্তিশালী রয়েছে।

এদিকে কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলার প্রতিক্রিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের প্রতিটি মানুষের রক্ত ফুটছে, প্রত্যেক ভারতবাসী এ মর্মান্তিক ঘটনার যন্ত্রণায় কাতর। এ কঠিন সময়ে দেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রোববার (২৭ এপ্রিল) ‘মন কি বাত’ অনুষ্ঠানে জাতির উদ্দেশে দেয়া গুরুত্বপূর্ণ বার্তায় এ কথা বলেন তিনি।

মোদী বলেন, পহেলগাম হামলা সন্ত্রাসের কারিগরদের হতাশা ও কাপুরুষতার প্রতিফলন। কাশ্মীরে শান্তি ফিরছিল, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রাণ ফিরে পাচ্ছিল, উন্নয়নকাজ জোর কদমে এগোচ্ছিল, পর্যটন রেকর্ড মাত্রায় বাড়ছিল, যুবসমাজের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছিল। কিন্তু দেশের ও কাশ্মীরের শত্রুরা সহ্য করতে পারেনি।

হামলাকারীদের উপযুক্ত বিচারের আশ্বাস দিয়ে তিনি বলেন, এ হামলা ভারতের প্রতিটি প্রদেশের, প্রত্যেক মানুষের হৃদয় বিদীর্ণ করেছে। সন্ত্রাসবাদী ও তাদের মদতদাতাদের চিহ্নিত করে কঠোরতম শাস্তি দেয়া হবে। যারা এ হামলা চালিয়েছে ও যারা এর ষড়যন্ত্র করেছে, তারা এমন শাস্তি পাবে, যা কল্পনাও করতে পারবে না। এখন সময় এসেছে সন্ত্রাসের আস্তানা সম্পূর্ণভাবে ধ্বংস করার।

মোদী বলেন, গোটা বিশ্ব আজ দেখছে, ভারত কীভাবে একক কণ্ঠে কথা বলছে। ১৪০ কোটি ভারতীয়ের ঐক্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় শক্তি। এ ঐক্যের ওপর ভিত্তি করেই আমরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো।

তিনি জানান, আহতদের সুস্থতার জন্য সরকার সব রকম প্রচেষ্টা চালাচ্ছে। সে সঙ্গে নিহতদের পরিবারগুলোর পাশে রয়েছে গোটা দেশ।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়