
ইসরায়েলি গোয়েন্দা প্রধান রোনেন বার
ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের প্রধান রোনেন বার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আগামী ১৫ জুন তিনি পদত্যাগ করবেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবরে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য পদত্যাগের ঘোষণা দিয়েছে শিন বেটের প্রধান। তিনি আগামী ১৫ জুন পদত্যাগ করবেন।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত মাসে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রীসভা থেকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সুপারিশে বারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। যা বর্তমানে ইসরায়েলের সর্বোচ্চ আদালত হাই কোর্টে আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে।
নেতানিয়াহু বলেন, তিনি বারের উপর আস্থা হারিয়েছেন এবং হামলার আগে গোয়েন্দা ব্যর্থতার জন্য তাকে তীব্রভাবে সমালোচনা করেন। তবে বার দাবি করেন, তার বরখাস্ত রাজনৈতিক ও ব্যক্তিগত উদ্দেশ্যে অনৈতিকভাবে করা হয়েছে।
আরওপড়ুন<<>>ভারতের হামলা আসন্ন, বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
ইয়োম হাযিকরন বা স্মরণ দিবস উপলক্ষে রোববার (২৭ এপ্রিল) এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে বার বলেন, বহু বছর নানা ফ্রন্টে কাজ করার পরেও আমরা ৭ অক্টোবরের হামলার পূর্বাভাস দিতে ব্যর্থ হই। সমস্ত নিরাপত্তা ব্যবস্থাই সেদিন ভেঙে পড়েছিল। আমি সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছি এবং এই বিশেষ সন্ধ্যায়, যেখানে আমরা স্মরণ করি সাহস ও আত্মত্যাগ, আমি আমার পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করছি।
তিনি আরও বলেন, হামাসের হুমকিকে আমরা অবমূল্যায়ন করিনি। শিন বেট বরং বরাবরই এই হুমকিকে গুরুত্ব দিয়ে মোকাবিলা করেছে। কিন্তু তারপরও আমরা ব্যর্থ হয়েছি। এর সত্যতা এবং সংশোধন প্রক্রিয়া নির্ধারণ করতে হলে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় তদন্ত কমিশনের প্রয়োজন।
নেতানিয়াহুর প্রতি ইঙ্গিত করে বার বলেন, ব্যক্তিগত দায়িত্ব পালনের মধ্য দিয়েই নেতৃত্বের আদর্শ গড়ে ওঠে। যারা দায়িত্ব নেয় না, তাদের নেতৃত্বের অধিকার নেই।
এর আগে গত বছর ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল আহারন হালিভা পদত্যাগের ঘোষণা দেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের গত ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।