ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত
বিনা নোটিশে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সৌদি আরবে গেছেন। মধ্যপ্রাচ্যের দেশটিতে এটিই তার প্রথম সফর।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আরব লীগের সম্মেলনে বক্তব্য দিতে তিনি সৌদি গেছেন। শুক্রবার (১৯ মে) রাজধানী জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে বহনকারী বিমানটি অবতরণ করে।
এ বছর আরব লীগের একটি শীর্ষ সম্মেলন আয়োজন করেছে সৌদি আরব। এর মধ্যেই জেলেনস্কি দেশটি সফর করছেন। বিমানবন্দরে নেমেই তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
শুক্রবার এক টুইটবার্তায় জেলেনস্কি লেখেন, দ্বিপক্ষীয় সম্পর্ক ও আরব বিশ্বের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক জোরদার করতে প্রথমবারের মতো সৌদি আরব সফর শুরু করেছি।
সৌদি আরবের সঙ্গে ক্রিমিয়া ও সাময়িক অধিকৃত অঞ্চলের রাজবন্দি, ইউক্রেনীয় জনগণের প্রত্যাবর্তন, শান্তিচুক্তি ও জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন জেলেনস্কি।
যদিও আরব লীগে জেলেনস্কির আসার কোনো পরিকল্পনা ছিল না। কারণ শনিবার (১৯ মে) জি-৭ জোটের সম্মেলনে অংশ নিতে তার জাপান যাওয়ার কথা রয়েছে।
আপন দেশ/এবি/সূত্র: আল জাজিরা
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।