ছবি: সিএনএন
ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্র হাইতিতে সপ্তাহজুরে ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা, এবং ভূমিধসের ঘটনায় অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৮৫ জন। নিখোঁজ রয়েছেন অন্তত ১১ জন।
এ ছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে হাজার হাজার বাড়ি প্লাবিত হওয়ায় কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে দেশটির জন সুরক্ষা সংস্থা। স্থানীয় সময় সোমবার (৫জুন) দেশটির জনসুরক্ষা বিষয়ক কর্মকর্তারা এ তথ্য জানান।
দেশটির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি পরিস্থিতি মোকাবিলায় জাতীয় জরুরি পরিচালনা কেন্দ্রকে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন। খবর সিএনএনের
জাতিসংঘ বলছে, ভারী বৃষ্টিতে ৩৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে প্রায় সাড়ে ১৩ হাজার মানুষ।
হেনরি বলেন, বন্যায় হাজারো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার মানুষের জরুরি ভিত্তিতে খাদ্য, খাবার পানি ও ওষুধ দরকার।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।