Apan Desh | আপন দেশ

বাংলাদেশের গোলাম সারওয়ার সার্কের মহাসচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:০৯, ১৪ জুলাই ২০২৩

আপডেট: ১২:১৭, ১৪ জুলাই ২০২৩

বাংলাদেশের গোলাম সারওয়ার সার্কের মহাসচিব

ফাইল ছবি

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট-সার্কের মহাসচিব হয়েছেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারওয়ার। তৃতীয় বাংলাদেশি হিসেবে তিনি সার্কের ১৫তম মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় ফেসবুকে এক বার্তার মাধ্যমে এই তথ্য জানিয়েছে। বিসিএস ১০ম ব্যাচের (পররাষ্ট্র বিষয়ক) কর্মকর্তা গোলাম সারওয়ার ১৯৯১ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।

এর আগে তিনি ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। গোলাম সারওয়ার সুইডেনেও বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি জেদ্দা, ওয়াশিংটন ডিসি, কাঠমাণ্ডু, কুয়ালালামপুর ও ইয়াঙ্গুনে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

নোয়াখালীর সন্তান গোলাম সারওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর করেন। এ ছাড়া তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) অধীনে একটি শীর্ষস্থানীয় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এবং ম্যানেজমেন্ট কনসালটেন্ট ফার্মের সঙ্গে আর্টিকেল স্টুডেন্টশিপ সম্পন্ন করেন। পেশাদার কূটনীতিক গোলাম সারওয়ার দুই সন্তানের জনক।

দক্ষিণ এশিয়ার সাতটি দেশের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান এবং নিজেদের মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির দর্শন নিয়ে ১৯৮৫ সালে যাত্রা শুরু করে সার্ক। ওই বছরের ৭ থেকে ৮ ডিসেম্বর ঢাকা সম্মেলনের মাধ্যমে জোটটি সাংগঠনিক কাঠামো পায়।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়