Apan Desh | আপন দেশ

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাত্রা, ছয় মাসে ২৮৯ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১২, ১৫ জুলাই ২০২৩

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাত্রা, ছয় মাসে ২৮৯ শিশুর মৃত্যু

-ফাইল ছবি

চলতি বছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন) ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে অন্তত ২৮৯ শিশুর মৃত্যু হয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের এক প্রতিবেদনে শুক্রবার (১৪ জুলাই) এ তথ্য জানানো হয়েছে।

বহু মানুষ উন্নত জীবনের আশায় প্রতিবছর অবৈধভাবে জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। তাদের অনেকেই সন্তানদেরও সঙ্গে নেন। ফলে কোনো দুর্ঘটনা ঘটলে প্রথমেই মৃত্যু হয় শিশুদের। এ অবস্থায় শিশুদের সুরক্ষার দিকটি আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছে ইউনিসেফ।

ইউনিসেফের অভিবাসনবিষয়ক প্রধান ভেরেনা কেনায়ুস বলেন, ভূমধ্যসাগরে শিশুমৃত্যুর এ সংখ্যা পূর্ণাঙ্গ নয়। প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। কেননা, ভূমধ্যসাগর হয়ে ইউরোপে কত মানুষ প্রবেশের চেষ্টা করেন, কতজন মারা যান, এসবের সঠিক পরিসংখ্যান কারও কাছে নেই।

>>> আরও পড়ুন: দিল্লিতে ভয়াবহ বন্যা: অফিস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

ভেরেনা কেনায়ুস বলেন, আমাদের অনুমান, চলতি বছরের প্রথম ৬ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ১১ হাজার ৬০০ শিশু ইউরোপে প্রবেশ করেছে। এই সংখ্যাও গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ।

এসব শিশুকে জানাতে হবে যে তারা একা নয়—এমন মন্তব্য করে ভেরেনা কেনায়ুস আরও বলেন, ভূমধ্যসাগরে শিশুদের জীবনের সুরক্ষা দিতে বিশ্বনেতাদের জরুরি উদ্যোগ নেওয়া প্রয়োজন। কার্যকর সমাধানের পথ খুঁজে বের করতে হবে।

এদিকে আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পেরিয়ে স্পেনের ভূখণ্ডে ঢুকতে গিয়ে চলতি বছরের প্রথম ৬ মাসে অন্তত ৯৫১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু তহয়েছে বলে জানিয়েছে অভিবাসীদের নিয়ে কাজ করা সংস্থা কামিনান্দো ফ্রন্টেরাস।

সংস্থাটির এক প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিহতদের মধ্যে ৪৯টি শিশু রয়েছে। গত ফেব্রুয়ারি (২৩৭ জন) ও জুনে (৩৩২ জন) সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়