জাস্টিন ট্রুডো ও সোফি
দেড় দশকের বিবাহিত জীবনের ইতি টেনেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (৫১) ও তাঁর স্ত্রী সোফি (৪৮)। বিচ্ছেদসংক্রান্ত আইনি নথিতে সই করেছেন তারা।
স্থানীয় সময় বুধবার (২ আগস্ট)সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে জাস্টিন ট্রুডো নিজেই এ তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, অনেক অর্থপূর্ণ ও কঠিন কথোপকথনের পরে আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ভালোবাসা ও একে অন্যের প্রতি সম্মান দেখানোসহ যা আমরা করেছি তা সর্বদা চলমান থাকবে।
পরে ট্রুডোর কার্যালয় থেকেও এ তথ্য জানানো হয়। এ সংক্রান্ত বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী ট্রুডো ও তার স্ত্রী সোফি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য আইনি ও নীতিগত যেসব কাজ করতে হয়, তা একসঙ্গে করেছেন তারা।
২০০৫ সালের মে মাসের শেষে বিয়ে করেন জাস্টিন ট্রুডো ও সোফি। তাদের তিন সন্তান রয়েছে।
ট্রুডোর কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, বিবাহ বিরচ্ছদ হলেও তারা পরিবারের মতো হয়েই থাকবেন। তিন সন্তান যাতে নিরাপদে ও ভালোবাসা নিয়ে বড় হয়, সেটা নিশ্চিত করতে মনোযোগী হবেন প্রধানমন্ত্রী ও সোফি।
আপন দেশ/এমএমজেড
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।