ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যার হুমকিদাতা দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) অভিযানের সময় নিহত হয়েছেন। ওই ব্যক্তি বাইডেন ছাড়া আরও কয়েকজন কর্মকর্তাকে হত্যার হুমকি দিয়ে অনলাইনে পোস্ট করেছিলেন। খবর বিবিসির।
স্থানীয় সময় বুধবার (৯ আগস্ট) এফবিআইয়ের অভিযানের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। ওই ব্যক্তি উতাহ অঙ্গরাজ্যের বাসিন্দা। ওই অঙ্গরাজ্য বাইডেনের সফর করার কথা। তার সফরের কয়েক ঘণ্টা আগেই এ ঘটনা ঘটলো।
ক্রেগ রবার্টসন নামের ওই ব্যক্তি বাইডেনকে ও অন্য কর্মকর্তাদের হত্যার হুমকি দেয়ায় তার বাড়িতে গ্রেফতারি পরোয়ানা পাঠানোর চেষ্টা করেছিলেন এফবিআইয়ের এজেন্টরা।
একটি ফৌজদারি অভিযোগে বলা হয়েছে, ক্রেগ রবার্টসন ফেসবুকে প্রেসিডেন্ট বাইডেন এবং ম্যানহাটনের অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগকে হত্যার হুমকি দিয়েছিলেন। অ্যালভিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা ফৌজদারি অভিযোগগুলোর পক্ষে লড়াই করছেন।
স্থানীয় সময় বুধবার সকাল ৬টা ১৫ মিনিটে সল্টলেক সিটি থেকে ৪০ মাইল দক্ষিণের প্রোভো শহরে রবার্টসনের বাড়িতে এফবিআই অভিযান চালায়। তবে রবার্টের নিহত হওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি এফবিআই। অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড ও নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিয়া জেমসের বিরুদ্ধেও হত্যার হুমকি দিয়েছিলেন রবার্টসন।
আরও পড়ুন <> ইকুয়েডরে প্রেসিডেন্ট প্রার্থীকে গুলি করে হত্যা
একটি ফৌজদারি অভিযোগে বলা হয়েছে, রবার্টসন ফেসবুকে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। সেখানে বন্দুকের ছবি পোস্ট করে বাইডেন এবং অ্যালভিন ব্র্যাগকে হত্যার হুমকি দেয়া হয়। ম্যানহাটনের এই অ্যাটর্নি ট্রাম্পের বিরুদ্ধে আনা এক পর্নো তারকাকে দেয়া ঘুসের অভিযোগের তদন্তের নেতৃত্ব দিচ্ছেন।
রবার্টসন ফেসবুকের এক পোস্টে লিখেছেন, আমি জানতে পেরেছি যে, বাইডেন উতাহ অঙ্গরাজ্যে আসছেন। তিনি বলেন, আমি আমার এম২৪ স্নাইপার রাইফেলের ধুলা পরিষ্কার করছি।
রবার্টসনের দুটি ফেসবুক অ্যাকাউন্টে কয়েক ডজন হিংসাত্মক বার্তা এবং কয়েক ধরনের অস্ত্রের ছবি পোস্ট করা হয়েছে।
আপন দেশ/আরএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।