Apan Desh | আপন দেশ

ডেঙ্গু পরীক্ষার ২৪৭০ কিটসহ পেট্রাপোলে দুই বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:০৩, ১২ আগস্ট ২০২৩

ডেঙ্গু পরীক্ষার ২৪৭০ কিটসহ পেট্রাপোলে দুই বাংলাদেশি আটক

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে ডেঙ্গু পরীক্ষার দুই হাজার ৪৭০ ইউনিট কিটসহ দুই বাংলাদেশি আটক করা হয়েছে। পেট্রাপোল স্থলবন্দর থেকে তাদের আটক করে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। উদ্ধার কিটের আনুমানিক বাজার মূল্য আট লাখ ৮৮ হাজার ২৫২ রুপি।

জানা গেছে, গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে পেট্রাপোল বন্দরে যাত্রী টার্মিনালে তল্লাশি করে বিএসএফ। এসময় এক বাংলাদেশি যাত্রীকে দেখে বিএসএফ সদস্যরা জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের সময় সেই বাংলাদেশির কথা শুনে সন্দেহ হয়। তখন তার ব্যাগ তল্লাশি করে দুই হাজার ৪৩০ ইউনিট ডেঙ্গু পরীক্ষার কিট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে সেই বাংলাদেশি নিজেকে মোহাম্মদ আকরাম হোসেন বলে পরিচয় দেন। তার বাবার নাম বলেন শেখ আব্দুস সালাম।

আকরাম হোসেন জানান, ঢাকার পল্টনে একটি সার্জিক্যাল দোকানে হিসাবরক্ষক হিসেবে কাজ করেন তিনি। সেই সার্জিক্যাল দোকানের মালিক সোহাগ তাকে ভারত থেকে বাংলাদেশে ডেঙ্গু কিট নিয়ে আসার কথা বলেন। বিনিময়ে প্রতিটি কিটের জন্য কমিশন হিসাবে ১৫ টাকা করে পাবেন। এজন্য গত দুদিন আগে পেট্রাপোল স্থলবন্দর হয়ে ভারতে যান তিনি। এরপর কলকাতার দমদমের বাসিন্দা বিমল পোদ্দারের কাছ থেকে সংগ্রহ করেন কিটগুলো।

>>> আরও পড়ুন: ‘ভারত চায় বাংলাদেশে সঠিক সময়ে নির্বাচন হোক’

এছাড়া আরেক ঘটনায় পেট্রাপোল স্থলবন্দরে যাত্রীদের চেক করার সময় ৪০ ইউনিট ডেঙ্গু পরীক্ষার কীটসহ আরও এক বাংলাদেশিকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান তার নাম আব্দুল করিম। বাবার নাম মোহাম্মদ আবায়ুর রহমান, বাড়ি যশোরে।

আব্দুল করিম জানান, ডেঙ্গু কিটগুলো তিনি উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর স্থানীয় একটি ওষুধের দোকান থেকে কিনেছেন। বেনাপোল পৌঁছানোর পর সাইফুল ইসলাম নামে যশোরের এক ব্যক্তির কাছে এসব কিট হস্তান্তর করার কথা ছিল। এর বিনিময়ে চার হাজার টাকা পেতেন তিনি।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়