ছবি: সংগৃহীত
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষার পূর্বঘোষিত তারিখ পিছিয়েছে। একইসঙ্গে নতুন তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৯ মার্চের পরিবর্তে ২৬ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জানায় পিএসসি।
এতে বলা হয়, ৪৬তম বিসিএস এর প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ টাইপ) অনুষ্ঠানের জন্য আগামী ৯ মার্চ দিন নির্ধারিত করা হয়েছিল। নির্বাচন কমিশন উল্লেখিত তারিখে ময়মনসিংহ সিটি কর্পোরেশনসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। বিধায় ৯ মার্চ এর পরিবর্তে আগামী ২৬ এপ্রিল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে আট বিভাগীয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে পিএসসি’র ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।