ফাইল ছবি
অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক (ভাইভা) পরীক্ষা আগামী ২৭ অক্টোবর শুরু হবে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ উদ-দৌলা খানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হবে। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে টেলিটক বিডি লি. এর মাধ্যমে পর্যায়ক্রমে এসএমএস দিয়ে মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেয়া হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সব সনদপত্র ও নম্বরপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্রের মূলকপিসহ এক সেট ফটোকপি নিয়ে এনটিআরসিএ কার্যালয়ে এসএমএস এ বর্ণিত তারিখ ও সময়ে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়।
বিস্তারিত তথ্যের জন্য এনটিআরসিএ’র ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লি. এর ওয়েবসাইট http://ntrca.teletalk.com.bd ভিজিট করার কথা বলা হয় বিজ্ঞপ্তিতে।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।