ফাইল ছবি
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল (বাংলাদেশ) অফিসে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় ম্যানেজার-রিস্ক অ্যান্ড অ্যাসুরেন্স পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: ম্যানেজার-রিস্ক অ্যান্ড অ্যাসুরেন্স
পদসংখ্যা: ১
যোগ্যতা: অ্যাকাউন্টিং/ম্যানেজমেন্ট/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/অডিট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আন্তর্জাতিক কোনো উন্নয়ন সংস্থায় ফিন্যান্স বা ইন্টারনাল অডিটে ৮ থেকে ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ম্যানেজমেন্ট ও স্টাফ সুপারভিশনে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে। কম্পিউটার, মাল্টিমিডিয়া, ইন্টারনেট ও বিভিন্ন সফটওয়্যারের কাজ জানতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: দুই চুক্তিভিত্তিক
কর্মস্থল: কান্ট্রি অফিস, ঢাকা
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ২,৪৭,১০৬ থেকে ১,৮৩,৮৮৩ টাকা (আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)। এ ছাড়া জীবন বিমা ও চিকিৎসাসুবিধা আছে।
যেভাবে আবেদন করতে হবে-
আগ্রহী প্রার্থীদের প্ল্যান ইন্টারন্যাশনালের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এ লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে। এরপর একই লিংকের Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময় ১৬ জানুয়ারি ২০২৫।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।