Apan Desh | আপন দেশ

হেলালসহ ২২ জনকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৬, ২৯ নভেম্বর ২০২৩

হেলালসহ ২২ জনকে কারাদণ্ড

আজিজুল বারী হেলাল

ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলালসহ বিএনপি-জামায়াতের ২২ জনকে দুই বছর তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। পুলিশের করা মামলায় পৃথক দুটি ধারায় তাদের এ দণ্ডাদেশ দেয়া হয়। সেই সঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুইমাস কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহ এ রায় ঘোষণা করেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ছাড়াও দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- মো. আব্দুস সালাম, মো. আমিনুল ইসলাম, ইমরান হোসেন, সৈয়দ ইমরান আহম্মেদ, মো. গোলাম মোস্তফা, আলাউদ্দিন, মনির হোসেন ভূঁইয়া, আরিফুল ইসলাম, মো. ছেকন মিয়া, মো. তাহের মৃধা, এসআই টুটুল, আশরাফুল হক, আবু বকর সিদ্দিক, মো. মোজাম্মেল হক, বেলাল হোসেন, সোলেমান হোসেন, মো. রফিকুল ইসলাম, জামাল উদ্দিন, অপু সিকদার, আফাজ উদ্দিন ও এম কফিল উদ্দিন।

এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় মামলায় ১০ আসামিকে খালাস দিয়েছেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর রাজধানীর উত্তরা-পূর্ব থানায় এ মামলা দায়ের করে পুলিশ।

তদন্ত শেষে ২০১৯ সালের ৯ জুন ৩২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। সেই মামলায় আজ এ রায় দেয়া হলো।

উল্লেখ্য গত ১৫ অক্টোবর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরপর এ পর্যন্ত বিএনপি-জামায়াতসহ বিরোধী রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতাসহ কয়েকশ জনকে কারাদণ্ডাদেশ দিয়েছেন নিম্ন আদালত।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়