ছবি: সংগৃহীত
নির্বাচনের দিন (৭ জানুয়ারি) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের জামিন শুনানির দিন ধার্য করেছেন আদালত। তার আইনজীবীদের অনুরোধে বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নুর উদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার (৩ জানুয়ারি) এ আদেশ দেন।
এ সময় আদালত আইনজীবীকে বলেন, আগে জামিন শুনানির এতো তাড়া ছিল, এখন নেই কেন? পরে আদালত শুনানির জন্য এক সপ্তাহ পিছিয়ে ৭ জানুয়ারি ধার্য করেন।
আরও পড়ুন>> ‘নির্বাচন হলে দেশে নিষেধাজ্ঞা আসবে’
প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে করা মামলার জামিন শুনানির দিন ধার্য ছিল আজ বুধবার। এর আগে গত ১৭ ডিসেম্বর মামলাটি শুনানি কার্যতালিকার ১ নম্বরে ছিল। ওইদিন মির্জা ফখরুলের আইনজীবী ১৮ ডিসেম্বর শুনানির আবেদন করলে আদালত বলেন, বন্ধের পর শুনানি হবে। এখন কোনোভাবে সম্ভব না।
জানা গেছে, ১ থেকে ৭ জানুয়ারি বিএনপির আদালত বর্জন কর্মসূচি চলমান থাকায় বিএনপির আইনজীবীরা জামিন শুনানিতে অংশ নেননি।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।