Apan Desh | আপন দেশ

ডিমের দামে কারসাজি, সাড়ে ৩ কোটি টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৫, ২৪ জানুয়ারি ২০২৪

ডিমের দামে কারসাজি, সাড়ে ৩ কোটি টাকা জরিমানা

ফাইল ছবি

যোগসাজশে ডিমের দাম বাড়িয়েছিল দুই প্রতিষ্ঠান। অপরাধে প্রমাণিত হয়। সাড়ে তিন কোটি টাকা জরিমানা করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (বিসিসি)। এর মধ্যে ডায়মন্ড এগ লিমিটেডকে আড়াই কোটি টাকা, সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডকে এক কোটি টাকা।

বিসিসির সদস্য হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ২০২২ সালের আগস্টে যোগসাজশে অস্বাভাবিকভাবে ডিমের দাম বৃদ্ধি করে প্রতিষ্ঠান দুটি।

বুধবার (২৪ জানুয়ারি) এ মামলার রায় প্রকাশ হয়। এর আগে গত সোমবার এ বিষয়ে চূড়ান্ত আদেশ দেয় প্রতিযোগিতা কমিশন।

বিসিসি পৃথক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আদেশ জারির দিন থেকে ৩০ দিনের মধ্যে ডায়মন্ড এগকে আড়াই কোটি টাকা এবং সিপি বাংলাদেশকে এক কোটি টাকা পরিশোধ করতে হবে।

২০১২ এর ধারা ১৫ লঙ্ঘনের অপরাধে প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হ‌য়ে‌ছে। 

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরের তথ্য অনুযায়ী, আজ ঢাকায় এক ডজন ডিমের খুচরা মূল্য ছিল ১৩৫ টাকা।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়