পুরোনো ছবি
জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামসহ ১১ জনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। মতিঝিল থানার নাশকতার মামলায় তাদেরকে পৃথক দুই ধারায় দুই বছর করে কারাদণ্ড দেয়া হয়। তবে সাতজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২১ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ রায় দেন। আসামিপক্ষের আইনজীবী মুজাহিদুল ইসলাম বিষয় নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন, মোবারক হোসেন, আবু তাহের মেজবাহ, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ ইব্রাহিম, সাইফুল ইসলাম, মোহাম্মদ জরিপ ও মোহাম্মদ ফিরোজ। এক ধারায় তাদের দেড় বছর করে এবং আরেক ধারায় ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
২০১০ সালের নভেম্বর মাসে নাশকতার অভিযোগে মতিঝিল থানায় মামলাটি দায়ের করা হয়।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আপিল বিভাগও সেই রায় বহাল থাকে। পরে এর বিরুদ্ধে রিভিউ আবেদন করেন এটিএম আজহারুল।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।