Apan Desh | আপন দেশ

বেনজীরের দুর্নীতি প্রমাণীত হলে যে সাজা হতে পারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫৬, ২৯ মে ২০২৪

বেনজীরের দুর্নীতি প্রমাণীত হলে যে সাজা হতে পারে

ছবি: আপন দেশ

ড.বেনজীর আহমেদ এখন ‘টক অব দ্য কান্ট্রি’। টং দোকান-অলিগলি থেকে মন্ত্রী পাড়ায় তুমুল আলোচনা-সমালোচনা। জনমনে প্রশ্ন- দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিপুল সম্পদ গড়ে তোলার খবর  প্রমাণিত হলে কী শাস্তি পেতে পারেন তিনি। 

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিকের মতে, বিভিন্ন ধারায় বিভিন্ন শাস্তির কথা বলা আছে। দুর্নীতি প্রতিরোধ আইনে-১৯৪৭ অনুযায়ী, দুর্নীতি দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ শাস্তি পাঁচ বছর কারাদণ্ড। দুদক আইনের ২৭ ধারায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পত্তি অর্জনে দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ শাস্তি ১০ বছর। এছাড়া মানিলন্ডারিং আইনের ৪ ধারায়, সর্বোচ্চ শাস্তি ১২ বছরের বিধান রয়েছে। 

আরও পড়ুন<<>> আজিজ আহমেদ ইস্যুতে দুদকে চিঠি

ড. শাহদীন বলেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন প্রমাণ করা সবচেয়ে সহজ হবে। আর এ টাকাগুলো নিশ্চয়ই তিনি অবৈধভাবে অর্জন করেছেন। তাই মানিলন্ডারিং আইনের ৪ ধারায় দোষী সাব্যস্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এ তিনটার কথা বললাম, এছাড়া কিছু কারণে প্যানেল কোডের আরো ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হবে।

বেনজীর আহমেদের বিরুদ্ধে সম্প্রতি দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ ওঠে। এরপর তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অনুসন্ধানে কমিটি করে দুদক। এরই মধ্যে তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক ও ফ্রিজ করার প্রক্রিয়া শুরু হয়েছে। এমনকি তাদের নামে বিদেশে কোনো সম্পদ আছে কি না, সেই খোঁজও শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র‍্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে র‍্যাব এবং র‍্যাবের সাবেক ও বর্তমান যে সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়, তাদের মধ্যে বেনজীর আহমেদের নামও ছিল। তখন তিনি আইজিপির দায়িত্বে ছিলেন। 

দুর্নীতি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধাারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাবেক আইজিপির অপরাধের দায় নেবে না সরকার। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়